জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: বাংলাদেশে রয়েছে (India tour of Bangladesh, 2022) ভারত। তিনটি ওয়ানডে ও জোড়া টেস্ট খেলবে দুই প্রতিবেশী রাষ্ট্র। এক ম্যাচ হাতে রেখেই লিটন দাসের (Litton Das) বাংলাদেশ সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে। সাত বছর পর ফের বাংলাদেশে গিয়ে মুখ পুড়েছে ভারতের। ২০১৫ সালে শেষবার এমএস ধোনির (MS Dhoni) ভারত ১-২ সিরিজ হেরেছিল। এবার হারল রোহিত শর্মার (Rohit Sharma) ইন্ডিয়া। শনিবার অর্থাৎ আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারত নিয়মরক্ষার ম্যাচে নেমেছে। আর এই ম্যাচে তাণ্ডবলীলা করলেন ভারতের তরুণ আগ্রাসী ব্যাটার ঈশান কিশান (Ishan Kishan)। চোটের জন্য রোহিত না খেলায় এদিন প্রথম একাদশে সুযোগ পান ঈশান। আর সুযোগ পেয়েই তিনি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসই পাল্টে দিলেন ব্যাট হাতে রানের সুনামি তুলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টস হেরে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঈশান। ধাওয়ান মাত্র ৩ রান করে মেহদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে যান। এরপর বাংলাদেশি বোলারদের একা বুঝে নেন ঈশান। ১৩১ বলে ২১০ রানে মারকাটারি ইনিংস খেললেন পাটনার বছর চব্বিশের ক্রিকেটার। ২৪টি চার ও ১০টি ছয়ে নিজের ইনিংস সাজান তিনি। ব্যাট করেন ১৬০.৩০-র স্ট্রাইক রেটে। এদিন মাত্র ১২৬ বলে ২০০ রান করে ফেলেন ঈশান। 


আরও পড়ুন: KL Rahul | Rohit Sharma: ভারতীয় ক্রিকেটে 'বিগ ব্রেকিং নিউজ', রোহিতের বদলে এবার অধিনায়ক রাহুল! চলে এল মেইল


বিশ্বের সপ্তম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন ঈশান। ভারতীয়দের মধ্যে এর আগে এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা ও বীরেন্দ্র শেহওয়াগ। ঈশানের কিন্তু এদিন বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে ৫০ ওভারের আন্তর্জাতিক ফরম্যাটে ২০০ রানের ইনিংস খেলেন। তিনি টপকে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে। গেইল ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন। গেইলের সেই ইনিংসে ২০০ রান করতে লেগেছিল ১৩৮টি বল। সেখানে ঈশান ১২টি বল কম খেলেই এই বিশ্বরেকর্ড করলেন।



ঈশান কিন্তু এদিন আরও রেকর্ড করলেন। বাংলাদেশে সফররত দেশের ব্যাটার হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল শেন ওয়াটসনের। তিনি ২০১১ সালে ১৮৫ রান করেছিলেন। বিদেশের মাটিতে ওপেনার হিসাবে এক ইনিংসে সব চেয়ে বেশি রান করার নজির এতদিন ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৮ করেছিলেন। ঈশান এদিন ছাপিয়ে গেলেন সৌরভকেও। পরিসংখ্যান বলছে বাংলাদেশের বিরুদ্ধে পুরুষদের ওয়ানডে ফরম্যাটে দেশের জার্সিতে ঈশানের রানই সর্বোচ্চ। অন্যদিকে এদিন ঈশানের সঙ্গে ব্যাট হাতে কামাল করলেন বিরাট কোহলিও। ৯১ বলে ১১৩ রানের ইনিংস খেলেলেন তিনি। ঈশান-কোহলির ব্যাটে ভারত নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ৪০৯ রান তোলে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App