নিজস্ব প্রতিবেদন : মাত্র ২৯৭ রান তাড়া করতে নেমেছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। কিন্তু সেটা করতে গিয়েই মহা মুশকিলে পড়তে হল তাঁদের। কার্লোস ব্রেথওয়েট, সাই হোপ, সিমরন হেটমায়ারদের বিরক্ত করে ছাড়লেন ইশান্ত শর্মা। প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার ভারতীয় পেসার অ্যান্টিগায় আগুন ঝড়ালেন। একে একে তুলে নিলেন পাঁচজন ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে। ইশান্ত শর্মার দাপটে ওয়েস্ট ইন্ডিজ ১৮৯/৮। দ্বিতীয় দিনে এখনও ১০৮ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কোহলি, রোহিতদের খুনের হুমকি, গ্রেফতার ১৯ বছরের তরুণ



১৩ ওভারে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট। ইশান্ত শর্মার এমন বোলিং রেকর্ড দেখে আপনিও মনে মনে বলতে পারেন, পুরনো চাল ভাতে বাড়ে। জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিদের পেস বিভাগে তিনি এখনও নিজের স্বতন্ত্রতা বজায় রেখে বোলিং করে চলেছেন। সুযোগ পেলেন বুঝিয়ে দিচ্ছেন, পেস, ভ্যারিয়েশন-এর সঙ্গে অভিজ্ঞতা মিশিয়ে তিনি যে স্পেল করেন তাতে সাফল্য আসতে বাধ্য! বুমরা, শামি ও রবীন্দ্র জাদেজা এদিন একটি করে উইকেট পেলেন। 


আরও পড়ুন-  সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা! বিরাট কোহলির ভবিষ্যদ্বাণী করলেন শেহবাগ


টসের কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় অ্যান্টিগার উইকেটে স্যাতস্যাতে ভাব ছিল। যার জন্য টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তাঁর সেই সিদ্ধান্ত কার্যকরী হয়েছিল। মাত্র ২৫ রানে তিন উইকেট হারিয়ে মহা সমস্যায় পড়েছিল ভারতীয় ব্যাটিং। কিন্তু অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন অজিঙ্ক রাহানে। ফর্মহীনতায় ভুগছিলেন। কিন্তু অ্যান্টিগায় যেন তিনি নামলেন যাবতীয় দুঃসময় ঘুঁচিয়ে। খেললেন ৮১ রানের প্রয়োজনীয় ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেও কোনও গ্লানি ছিল না তাঁর মনে। বলেছিলেন, ''দলের জন্য খেলছিলাম। সেঞ্চুরির কথা মাথায় আসেনি।'' উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে এদিন রস্টন চেজ সর্বোচ্চ ৪৮ রান করেন। আর কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যান সেভাবে রান করতে পারেননি।