নিজস্ব প্রতিবেদন: আজ করোনা আতঙ্কের মাঝেই আইএসএল ফাইনাল। মুখোমুখি চেন্নাইন এফসি এবং এটিকে। কিন্তু অসম্ভব মিল রয়েছে দুটি দলেরই। দুটি দলই এক বছরের অন্তরে দু বার করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম এবং তৃতীয় আইএসএল জেতে এটিকে। দ্বিতীয় এবং চতুর্থ আইএসএল জিতে নেয় চেন্নাইন এফসি। পঞ্চমবার আইএসএল জিতে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। এবার আমনে সামনে টক্করে এটিকে এবং চেন্নাইন এফসি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই চেন্নাইন এফসি-র কাছে হেরেই লিগের এক নম্বর জায়গাটা এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হাতছাড়া হয় এটিকে-র। ফাইনালে চেন্নাইনকে হারিয়ে তার মধুর প্রতিশোধ নিতে চায় হাবাসের দল। রয় কৃষ্ণা আর ডেভিড উইলিয়ামসকে সামনে রেখেই চেন্নাইন বধের ছক কষছেন এটিকের স্প্যানিশ কোচ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকা মেনে ISL কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন এটিকে বনাম চেন্নাইন এফসি ফাইনাল ম্যাচ হবে দর্শক শূন্য স্টেডিয়ামে। ফুটবলপ্রেমীরা অবশ্য শুধুমাত্র টিভির সামনে বসেই খেলা দেখতে পারবেন।


#আজ কোথায় হবে চেন্নাইন এফসি বনাম এটিকে আইএসএল ফাইনাল ম্যাচ?
আইএসএল ফাইনাল হবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে।
#কখন শুরু আইএসএল ফাইনাল ম্যাচ?
ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে চেন্নাইন এফসি বনাম এটিকে আইএসএল ফাইনাল ম্যাচ।
#কোথায় দেখবেন চেন্নাইন এফসি বনাম এটিকে আইএসএল ফাইনাল ম্যাচ?
চেন্নাইন এফসি বনাম এটিকে আইএসএল ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
#চেন্নাইন এফসি বনাম এটিকে আইএসএল ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
আইএসএল ফাইনালের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।


মোহনবাগানের হাত ধরে আই লিগ এসেছে বাংলায়। এবার এটিকে-র হাত ধরে আরও একটা ট্রফি আসবে কি বাংলায়? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।


রও পড়ুন - স্বাস্থ্য সুরক্ষায় অগ্রাধিকার- সহমত পোষণ আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলির