ISL 2020-21: দ্বিতীয় ম্যাচেও বিরাট হার, মুম্বইয়ের কাছে হারল ফাউলারের এসসি ইস্টবেঙ্গল
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ইস্টবেঙ্গল। পাঁচ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন লাল-হলুদ অধিনায়ক ড্যানিয়েল ফক্স।
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে কলকাতা ডার্বিতে ২-০ গোলে হেরেছিল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জয়ের খোঁজে নেমেছিল রবি ফাউলারের লাল-হলুদ শিবির। কিন্তু দ্বিতীয় ম্যাচেও ভরাডুবি। সের্জিও লোবেরার দলের কাছে ৩-০ গোলে হারল রবি ফাউলারের ইস্টবেঙ্গল।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ইস্টবেঙ্গল। পাঁচ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন লাল-হলুদ অধিনায়ক ড্যানিয়েল ফক্স। ফক্সের পরিবর্তে মাঠে নামেন রফিক। ২০ মিনিটে লে ফন্দ্রের গোলে এগিয়ে যান মুম্বই সিটি এফসি। গোল হজম করার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পিলকিংটন, মাঘোমারা। কিন্তু চোট পেয়ে ফক্সের বেরিয়ে যাওয়ায় লাল-হলুদের রক্ষণের দুর্বলতা বারবার ধরা পড়ে। প্রথমার্ধে শেষ হয় ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে মুম্বই সিটি এফসি-র হয়ে ব্যবধান বাড়ান সেই লে ফন্দ্রে। বক্সের মধ্যে ফন্দ্রেকে বাধা দেন এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিত মজুমদার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি মুম্বই স্ট্রাইকার। ৫৯ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন হারনান স্যান্টানা। তিন গোল হজম করার পর আর কোনওভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি রবি ফাউলারের দল। টানা দ্বিতীয় ম্যাচেও হারতে হল এসসি ইস্টবেঙ্গলকে।
আরও পড়ুন - 'Hand of God' প্রথম হয়েছিল ইতালিতে, চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্রাজিলিয় তারকা জিকো