নিজস্ব প্রতিবেদন: ডার্বি ম্যাচ অতীত। মঙ্গলবার সামনে মুম্বই সিটি এফসি। এটিকে মোহনবাগানের কাছে হারের ধাক্কা কাটিয়ে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জয়ের খোঁজে রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দলের লড়াকু মানসিকতা দেখে সন্তুষ্ট লাল-হলুদের অধিনায়ক ড্যানি ফক্স। ড্যানি ফক্স বলেন, "আমরা যথেষ্ট ভাল খেলেছি। মনে রাখবেন মাত্র দু তিন সপ্তাহ আমরা একসঙ্গে ট্রেনিং করেছি। তবে মুম্বই সিটি এফসি খুবই কঠিন ম্যাচ হবে। ওদের দলে বিশ্বমানের ফুটবলার রয়েছে। আমি নিশ্চিত ঘুরে দাঁড়াবেই আমরা। সমর্থকদের একটা ভাল পারফরমেন্স উপহার দিতে চাই।"


 



মঙ্গলবার মুম্বই সিটি এফসি বিরুদ্ধে মাঠে নামার আগে রক্ষণে বেশি জোর দিলেন লাল-হলুদের কোচ রবি ফাউলার। লিভারপুলের প্রাক্তন কিংবদন্তির স্টাইলের সঙ্গে  ফুটবলাররা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে লাল-হলুদ কোচ বলেন, "মুম্বই শক্তিশালী দল। ওদের ম্যানেজার ও বেশ ভাল। তবে আমার দলের ছেলেরা কী করতে পারবে তা আগের ম্যাচেই দেখিয়ে দিতে পেরেছি।"


 


 



মুম্বাই সিটি এফসি কোচ সের্জিও লোবেরা গতবার ছিলেন এফসি গোয়াতে। এবার মুম্বই সিটি এফসি-র দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে অবশ্য নর্থইস্ট ইউনাইটেড এফসি কাছে হেরেছে। দ্বিতীয় ম্যাচে তাঁর পুরনো দল এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে আইএসএলে ছন্দে ফিরেছে লোবেরার দল। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া মুম্বই সিটি এফসি।


 


 


আরও পড়ুন - গোল করে মারাদোনাকে শ্রদ্ধার্ঘ মেসির, জরিমানা বার্সেলোনার