নিজস্ব প্রতিবেদন: 'ঘরের ছেলে' ঘরে ফিরল! এমনটা বলাই যায় দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আশুতোষ মেহতার (Ashutosh Mehta) ক্ষেত্রে। মোহনবাগানকে আই-লিগ চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ডিফেন্ডার ফের একবার গায়ে চাপালেন সবুজ-মেরুন জার্সি। মঙ্গলবার এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) সই করলেন আশুতোষ। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের বছর উনত্রিশের ফুটবলার গত মরসুমে আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র হয়ে চোখ ধাঁধানো ফুটবল খেলেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন। ৫ ফুট ১১ ইঞ্চির রাইট ব্যাককে নিয়ে আগামী মরসুমের দল সাজালেন অ্যান্তোলিও লোপেজ হাবাস। মোহনবাগানে ফিরে উচ্ছ্বসিত আশুতোষ টুইটারে লিখলেন, "এই জীবনের সব ঘাম, সব রক্ত সবুজ-মেরুন, জয় মোহনবাগান।" 


আরও পড়ুন: ISL 2021: Joni Kauko কী করতে পারেন তা জানিয়ে দিলেন ATKMB কোচ Habas



গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা আশুতোষকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। ফের একবার তাঁরা "আশু ভাইয়া"র নামে স্লোগান দিতে পারবেন। আশুতোষকে টেনেছে এটিকেএমবি-র পারফরম্যান্স ও কোচ হাবাসের ফুটবল দর্শন। এবারও সেরাটা দিতেই মরিয়া তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)