ISL 2022: দুরন্ত রক্ষণ, ATK Mohun Bagan-এর কাছে হারলেও ফাইনালে Hyderabad
সবুজ-মেরুন এবং ফাইনালের মাঝে অভেদ্য প্রাচীর হয়ে রইল হায়দরাবাদের রক্ষণ আর অবশ্যই গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমণি। এই দুইয়ের যুগলবন্দিতে প্রথমার্ধ গোলশূন্য রাখতে সক্ষম হয় হায়দরাবাদ।
এটিকে মোহনবাগান: ১ (২) (রয় কৃষ্ণা)
হায়দরাবাদ: ০ (৩)
নিজস্ব প্রতিবেদন: হায়দরাবাদের দুরন্ত রক্ষণের কাছে হার মানল এটিকে মোহনবাগান। ফলে ফিরতি সেমি ফাইনালে ১-০ ব্যবধানে ম্যাচ জিতলেও ফাইনালে যেতে পারল না এটিকে মোহনবাগান। কারণ প্রথম পর্বের বড় হারই কাল হল।
সেমি ফাইনালের প্রথম পর্বে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারে এটিকে-মোহনবাগান। ফাইনালে যেতে হল তাই আজ অন্তত ৩-০ গোলের ব্যবধানে জিততে হত সবুজ মেরুনকে। কাজটা যে বেশ কঠিন সেটা জানতেন জুয়ান ফেরান্দো। আর সেই জন্যই একেবারে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে দলকে খেলানো শুরু করেন তিনি। আক্রমণ ভাগে গতি এবং পাসের ফুলঝুরিতে মাঠে যেন সোনার ফসল ফলাচ্ছিলেন লিস্টন কোলাসো-রয় কৃষ্ণারা। কিন্তু বিপক্ষের দুর্ভেদ্য রক্ষণের জন্য গোল এল না।
সবুজ-মেরুন এবং ফাইনালের মাঝে অভেদ্য প্রাচীর হয়ে রইল হায়দরাবাদের রক্ষণ আর অবশ্যই গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমণি। এই দুইয়ের যুগলবন্দিতে প্রথমার্ধ গোলশূন্য রাখতে সক্ষম হয় হায়দরাবাদ।
কিন্তু হাল ছাড়েননি রয় কৃষ্ণা। ৭৯ মিনিটে অনবদ্য গোল করে দলকে এগিয়েও দেন ফিজির তারকা। কিন্তু সেটা কাজে এল না। শেষপর্যন্ত সেই এক গোল নিয়েই মাঠ ছাড়ল সবুজ-মেরুন। এটিকে মোহনবাগান ১-০ গোলে ম্যাচ জিতলেও দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে জিতে ফাইনালে চলে গেল হায়দরাবাদ। আইএসএল জয়ের স্বপ্নভঙ্গ হল সবুজ-মেরুনের।
আরও পড়ুন: বাংলাদেশে গিয়ে কোন সিদ্ধান্ত নিল East Bengal?