নিজস্ব প্রতিবেদন : আইএসএলে প্রতি ম্যাচে এবার থেকে পাঁচটি করে পরিবর্ত খেলাতে পারবে প্রতিটি দল। কোভিদ পরিস্থিতিতে সব দলের দলের ফুটবলারদের চোট-আঘাতের সম্ভাবনাও বাড়তে পারে, আর সে কথা মাথায় রেখেই এবার আইএসএলে প্রতিটি দল তিনজনের বদলে পাঁচজনকে পরিবর্ত হিসাবে খেলতে পারবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


করোনা পরবর্তী সময়ে ফুটবল চালু হওয়ার পর পরিবর্ত ফুটবলারের নিয়মটা ইউরোপসহ বহু দেশেই বদলেছে। আইএসএল-ও এবার সেই পথেই হাঁটল। তবে বিরতির আগে কোনওভাবেই ৫ জনকে বদল করতে পারবেননা কোচেরা, জানিয়ে দিয়েছে আইএসএল কর্তৃপক্ষ।



প্রতিটি দল তিনজনের বদলে পাঁচজনকে পরিবর্ত হিসাবে খেলতে পারবে।
রিজার্ভ বেঞ্চে সাত জনের বদলে নয় জনকে রাখতে পারবে দলগুলি।
সে ক্ষেত্রে প্রতিটি দল রিজার্ভ বেঞ্চ মিলিয়ে সাত জন করে বিদেশি স্কোয়াডে রাখতে পারবেন।
প্রথম একাদশে অবশ্য ৫ জনের বেশি বিদেশি খেলাতে পারবে না কোনও দল। একজন এশীয় কোটার বিদেশি থাকা বাধ্যতামূলক।


 



তেমনই বদল আসছে অ্যাওয়ে গোলের নিয়মেও। এতদিন সেমি ফাইনালে অ্যাওয়ে গোলকে গুরুত্ব দেওয়া হত। দুই পর্বের সেমি ফাইনালে এতদিন স্কোর সমান হলে দেখা হত অ্যাওয়ে গোল কার বেশি, সেই বিচারে ম্যাচের ফলাফল নির্ধারিত হত। কিন্তু এবার সব ম্যাচ হবে গোয়ায়। তাই হোম-অ্যাওয়ে নীতি তুলে দেওয়া হচ্ছে। দুটি টিমের গোল সমান হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে এবং টাইব্রেকারে। সেই সঙ্গে কোভিড পরবর্তী আইএসএলে বাড়তি ফুটবলার রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হচ্ছে দলগুলিকে। প্রাথমিকভাবে ২৮ জনের নাম নথিভুক্ত করা হলেও পরে আরও সাতজনকে নেওয়া যাবে।


 


আরও পড়ুন- ISL 2020-21: উধাও তিন তারা! এটিকে মোহনবাগানের জার্সির রঙে সেই পুরনো ঐতিহ্য