নিজস্ব প্রতিবেদন : প্রথম বিশ্বকাপেই সোনা জিতে নিলেন হরিয়ানার মনু ভাকের। আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত মেক্সিকো বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ১৬ বয়সী মনু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মেক্সিকোর আলেকজান্ডার জাভালাকে হারিয়েই সোনা জিতলেন একাদশ শ্রেণীর ছাত্রী মনু। ২৪ শটের ফাইনালে শেষ শটে ১০.৮ স্কোর করে এই ভারতীয় শুটার। সবমিলিয়ে মনুর স্কোর দাঁড়ায় ২৩৭.৫। জাবালার স্কোর হয় ২৩৭.১।



এমন সাফল্যের পর মনু জানায়, "সোনা জিতে দারুণ খুশি। এই জয় আমার কাছে খুব স্পেশাল। কারণ, এটাই আমার প্রথম বিশ্বকাপ।" উল্লেখ্য, ২০১৮ সালে ইয়ুথ অলিম্পিকের ছাড়পত্রও পেয়েছে মনু ভাকের।


আরও পড়ুন- সোনার পদক জিতে বাবার ধার শোধ করল চাষীর মেয়ে