নিজস্ব প্রতিবেদন : এমন ঘটনা আগে কখনও বিশ্ব ফুটবল দেখেছে কিনা তা জোর দিয়ে বলা যাবে না। অনেকেরই বিদায়ী ম্যাচ স্মরণীয় হয়ে রয়েছে। কিন্তু সেই বিদায়ী ম্যাচেই সংশ্লিষ্ট ফুটবলারকে অপহরণের ঘটনা বোধ হয় এই প্রথমবার ঘটল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতালির তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভায়াগ্রানাদ ও নেব্রোদি। আর সেখানেই ভায়াগ্রানাদের ফুটবলার ইগনাজিও  বারবাগালোকে মাঠ থেকেই অপহরণ করা হয়। বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে হঠাত্ই মাঠে একটি হেলিকপ্টার নেমে আসে। সেই হেলিকপ্টার থেকে দুই জন নেমে এসে ১৮ নম্বর জার্সিধারী ইগনাজিওকে সঙ্গে নিয়ে কপ্টারে করে চম্পট দেয়।


আরও পড়ুন - দুটো হাত নেই, তবু দারুণ বোলার! প্রতিভা চেনালেন ঋদ্ধিমান সাহা


তবে গোটা ঘটনাটি কিন্তু সাজানো বলে জানা গিয়েছে। পঞ্চান্ন বছর বয়সী এই ফুটবলার ইগনাজিও বারবাগালোকে বিশেষ সম্মান দিতে কিংবা স্মরণীয় করে রাখতেই এমন কাণ্ডটি ঘটানো হয়।