নিজস্ব প্রতিবেদন: চোটের জন্য সম্ভবত আর বাকি টুর্নামেন্টে খেলা হবে না ইটালির ডিফেন্ডার লিওনার্দো স্পিনাজোলার (Leonardo Spinazzola)! এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইটালি ২-১ গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় ম্যাচের ৭৯ মিনিটে বল ধাওয়া করতে গিয়ে পায়ে চোট পান ইটালির রক্ষণের বড় ভরসা স্পিনাজোলা। এরপর চোখের জলেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এএস রোমার বছর আঠাশের ডিফেন্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Euro 2020: ছিটকে গেল Belgium, ১ গোলে জিতে সেমিফাইনালে Italy



শনিবার স্পিনাজোলা ইনস্টাগ্রামে যে পোস্ট করেছেন সেখানেও তাঁর না-খেলার ইঙ্গিতই রয়েছে। তিনি লিখেছেন, “দুর্ভাগ্যজনক যা হয়েছে। আমরা সকলেই দেখেছি। কিন্তু আমারা নীল স্বপ্ন দেখতে থাকব। এই দলের পক্ষে কোনও কিছুই অসম্ভব নয়।” ইটালির মিডিয়ার রিপোর্ট স্পিনাজোলাকে পরীক্ষার জন্য রোমে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলিতে ইটালি সেমিফাইনাল খেলতে নামবে স্পেনের বিরুদ্ধে। ফর্মে থাকা স্পিনাজোলাকে না পাওয়াটা অবশ্যই ভাবাবে রবার্টো মানচিনির শিবিরকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)