নিজস্ব প্রতিবেদন: পিতৃহারা হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) স্পিনার পীযূষ চাওলা ( Piyush Chawla)। গত সোমবার সকালে পীযূষ সোশ্যাল মিডিয়ায় বাবা প্রমোদ কুমার চাওলার প্রয়াণ বার্তা দেন। কোভিড যুদ্ধে (COVID-19) লড়াই করে হেরে যান পীযূষের বাবা। এই খবর জানতে পেরে শোকস্তব্ধ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। 'ক্রিকেট ঈশ্বর' টুইট করে সমবেদনা প্রকাশ করেছেন। পীযূষের প্রাক্তন সতীর্থ লিখলেন, "পীযূষের বাবার মৃত্যুর খবর শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। ওঁর আত্মার শান্তি কামনা করি। আমার সমবেদনা পীযূষ ও ওর পরিবারের সঙ্গে রইল। ভগবানের কাছে পীযূষের জন্য শক্তি প্রার্থনা করি, যাতে ও এই ক্ষতি সহ্য করতে পারে।"



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মাতৃহারা Arindam Bhattacharya, 'দাদা'র জন্য Pritam Kotal র আবেগি ফেসবুক পোস্ট


পীযূষের বাবার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল ইরফান পাঠানেরও (Irfan Pathan)। তিনিও অশ্রুসজল টুইট করেন এই খবর পাওয়ার পর। পীযূষের প্রাক্তন সতীর্থ লিখেছিলেন, "আমার প্রিয় ভাই পীযূষ, ওর বাবা মানে আমাদের প্রমোদ কাকু আর নেই। আমার গভীর সমবেদনা রইল পীযূষ ও তাঁর পরিবারের প্রতি। আমি প্রার্থনা করি পীযূষ তুমি যেন ধৈর্য্য়ের সঙ্গে এই কঠিন সময় পার করে যাও। কাকু প্রাণশক্তিতে ভরপুর একজন অসাধারণ মানুষ ছিলেন। কোভিড আরও একটা জীবন কেড়ে নিল।"