ব্যুরো: তিনবারের আইএসএল মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইয়ান হিউম। চলতি আইএসএলে আপাতত কানাডার এই স্ট্রাইকারের নামের পাশে দুটো গোল। দুটোই অবশ্য পেনাল্টি থেকে। শনিবার নিজের পরিবারের সামনে গোল করতে পেরে উচ্ছ্বসতি হিউম। নিজের পারফরম্যান্সে অবশ্য এখনও সেভাবে খুশি নন তারকা এই স্ট্রাইকার। 


মোলিনা জমানায় অ্যাটলেটিকোয় পছন্দের বক্স স্ট্রাইকার পজিশনে খেলতে পারছেন না হিউম। পোস্তিগা না থাকায় ফরওয়ার্ডে খেলছেন বেলানকোসো। যার ফলে নিচ থেকে খেলতে হচ্ছে হিউমকে। যা নিয়ে এটিকে শিবিরে অসন্তোষও রয়েছে কিছুটা। বিতর্ক না বাড়িয়ে আপাতত মানিয়ে নিয়ে গোল করতে চান আইএসএলের অন্যতম সেরা স্ট্রাইকার।