IPL 2021: কাশ্মিরী পেসারের `আগুনের গোলা`য় আইপিএলে জোরে বলের ইতিহাস!
মালিক চলতি আইপিএলে টি নটরাজনের কোভিড পরিবর্ত হিসাবে সানরাইজার্সে আসেন।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল (IPL 2021) অভিষেকেই সকলের নজর কেড়েছেন উমরান মালিক (Umran Malik)। জম্মু-কাশ্মীরের বছর একুশের জোরে বোলার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমবার আইপিএল ম্যাচ খেলেই নিজের ছাপ রাখলেন।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালিকের হাত থেকে বেরিয়ে এসেছে 'আগুনের গোলা'। ঘণ্টায় ১৫১.০৩ কিলোমিটার বেগে বল করলেন উমরান। তাঁর গতি চমকে দিয়েছে ক্রিকেট ফ্যানেদের। চলতি আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত গলির ডেলিভারি করলেন উমরান।
আরও পড়ুন: MS Dhoni: এমএস ধোনির থেকে এই বিষয়টি শিখতে চাইছেন মিতালি রাজ
উমরানের আগে চলতি আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে জোরে বল করেছিলেন মহম্মদ সিরাজ। ১৪৫.৯৭ কিমি প্রতি ঘণ্টায় বল করেছিলেন তিনি। যদিও চোদ্দতম আইপিএলে কেকেআরের কিউয়ি পেসার লকি ফার্গুসন (Lockie Ferguson) এখনও পর্যন্ত দ্রুততম ডেলিভারি করেছেন। তিনি ঘণ্টায় ১৫২.৭৫ কিমি বেগে বল করেছেন।
মালিক চলতি আইপিএলে টি নটরাজনের কোভিড পরিবর্ত হিসাবে সানরাইজার্সে আসেন। উমরান হায়দরাবাদের নেট বোলার ছিলেন। এখনও পর্যন্ত নিজের রাজ্যের হয়ে একটি টি-২০ ও একটি লিস্ট এ ম্যাচ খেলেছেন। পেয়েছেন চার উইকেট।
আরও পড়ুন: IPL 2021, KKR vs SRH: বোলারদের দাপটে ৬ উইকেটে জয়ী কেকেআর
আইপিএলের ৪৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকোআর ও সানরাইজার্স (KKR vs SRH)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবাসরীয় 'ডাবল হেডার'-এর দ্বিতীয় ম্যাচ ৬ উইকেটে জিতে নেয় কেকেআর। বোলারদের সৌজন্যে অইন মর্গ্যান অ্যান্ড কোং অনায়াসে হারায় লিগ তালিকায় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে। কেকেআর জোরাল ভাবে প্লে-অফের দাবিদার হয়ে ওঠে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)