নিজস্ব প্রতিবেদন :  ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি ফাইনালে তাঁকে শেষবার নীল জার্সিতে দেখা গিয়েছে। তার পর থেকে ছুটিতেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটে এখন সব থেকে বড় প্রশ্ন, এম এস ধোনি কবে জাতীয় দলের জার্সিতে ফিরছেন? সব জল্পনায় জল ঢেলে অবশেষে নিরবতা ভাঙলেন স্বয়ং ধোনি। জানিয়ে দিলেন নিজের পরিকল্পনার কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - সফল অস্ত্রোপচার! কবে মাঠে ফিরবেন নিজেই জানালেন ঋদ্ধিমান


বিশ্বকাপের সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে টিম ইন্ডিয়া বিদায় নেওয়ার পর থেকে লম্বা ছুটিতে মহেন্দ্র সিং ধোনি। অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপের পর সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেবেন ধোনি। কিন্তু এখনও তিনি অবসর ঘোষণা করেননি।  ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এমএসডি খেলতে পারেন বলে জল্পনা। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, ২০২০ সালের আইপিএল ঠিক করে দেবে ধোনির আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ।  ধোনির আইপিএল দল চেন্নাই  সূত্রে খবর, ২০২০ সালের আইপিএলই ধোনির শেষ নয়। ২০২১ সালেও আইপিএলে খেলবেন মাহি!


আরও পড়ুন - ১৫ মিনিটে ৪ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন তারকা ফুটবলার


বুধবার মুম্বইতে একটি অনুষ্ঠানে এসে স্বয়ং ধোনি জানিয়ে দিলেন, "জানুয়ারি পর্যন্ত প্রত্যাবর্তন নিয়ে কোনও প্রশ্ন করবেন না।"  তবে ধোনি যা বললেন, তাতে কিন্তু প্রশ্ন থাকছেই। তবে এমএসডি যে আইপিএল খেলবেন, তা একরকম স্পষ্ট। তবে ধোনির জাতীয় দলে ফেরা ক্রমশ ধোঁয়াশা হচ্ছে।