নিজস্ব প্রতিবেদন :  বার্বাডোজে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের অপরাজিত ২০২ রান তাঁকে পৌঁছে দিল সাফল্যের শীর্ষে। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন হোল্ডার। সেই সঙ্গে গ্যারি সোবার্সের কীর্তিকে স্পর্শ করলেন তিনি। সোবার্সের পর তিনিই আবার প্রথম যিনি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর জায়গা দখল করলেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বার্ডাডোজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র ৫ রান করলেও বল হাতে ২টি উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান জেসন হোল্ডার। আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০২ রান করেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি হোল্ডার। ইংল্যান্ডকে ৩৮১ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরাও হয়েছেন জেসন হোল্ডারই। আর এই পারফরম্যান্সের সুবাদেই ৪৪০ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন তিনি।


আরও পড়ুন - বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে চার ম্যাচ নির্বাসিত পাক অধিনায়ক সরফরাজ


১৯৭৪ সালের পর আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আবার এক নম্বর স্থানে উঠে এলেন কোনও ক্যারিবিয়ান ক্রিকেটার। ক্রিকেট থেকে অবসর নেওয়ার বছরেই ১৯৭৪ সালে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার ছিলেন গ্যারি সোবার্স। সেই সোবার্সের কীর্তিকেই স্পর্শ করলেন হোল্ডার। বাংলাদেশের সাকিব-আল হাসানকে সরিয়ে সবার আগে এখন জেসন হোল্ডার।