নিজস্ব প্রতিবেদন: দেশের জার্সিতে সব ফর্ম্যাটেই আজ তিনি অপরিহার্য হয়ে উঠেছেন। গোটা বিশ্ব জানে বল হাতে কী কামাল করতে পারেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সব ঠিক থাকলে রবিবাসরীয় ভারত-পাকিস্তান (IND vs PAK) মহারণে তিনি থাকছেন প্রথম একাদশে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ম্যাচে বুমরা এক অনন্য মাইলস্টোন স্থাপন করতে পারেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুমরা যদি পাঁচ উইকেট তুলে নিতে পারেন, তাহলে দেশের জার্সিতে বুমরাই হয়ে যাবেন টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি। বুমরার এখনও পর্যন্ত ৪৯টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ৫৯টি উইকেট নিয়েছেন। আর পাঁচ উইকেট পেলে বুমরা টপকে যাবেন যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। চাহালের ঝুলিতে আছে ৬৩টি উইকেট। বুমরা আজ এই নজির গড়তে না পারলেও তাঁর কাছে সুযোগ থাকছে চাহালকে টপকে যাওয়ার।


আরও পড়ুন: WT20: বাইশ গজের মহারণের আগে কেমন হতে পারে Team India ও Pakistan-এর সম্ভাব্য প্রথম একাদশ?


বুমরা দেশের হয়ে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে খেলেছিলেন দেশের হয়ে। পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল গতবছর জানুয়ারি মাসে। দেখতে গেলে প্রায় এক বছরেরও বেশি সময় পর প্রত্য়াবর্তন করছেন বুমরা। বুমরা কিন্তু দারুণ ছন্দে আছেন। সদ্যসমাপ্ত আইপিএলে ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন তিনি। মরসুমের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন তিনি।


ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল,  বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি। 


১২ জনের পাক দল: বাবর আজম , মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হায়দার আলি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)