নিজস্ব প্রতিবেদন: ওভালে দুরন্ত পারফরম্যান্সে আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার (ICC Player of the Month) হিসেবে মনোনীত হয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দুই ইনিংসে চার উইকেট নেওয়া বুমরা ওভালে টপকে গেলেন কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রজন্মের অন্যতম সেরা পেসার বুমরা ভারতের হয়ে টেস্টে ১০০ উইকেট নিয়ে ফেললেন। দ্বিতীয় ইনিংসে অলি পপকে আউট করেই কপিলকে টপকে যান তিনি। ভারতীয় পেস বোলারদের মধ্যে বুমরাই সবচেয়ে কম টেস্টে উইকেটের সেঞ্চুরি করলেন। ২৪টি টেস্টে ১০০ উইকেট এল বুমরার। কপিলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে নিয়েছিলেন ২৫ টি টেস্ট। এরপর থাকবেন মহম্মদ শামি ও ইরফান পাঠান। দুই বোলারই ১০০ উইকেট নিয়েছেন ২৯টি টেস্টে।


আরও পড়ুন: Rohit Sharma: 'ম্যাচের সেরার দাবিদার শার্দূল ঠাকুরও'! বলছেন হিটম্যান


বুমরা এখন যুগ্মভাবে দ্রুততম অষ্টম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন টেস্টে। রবীন্দ্র জাদেজাও বুমরার মতোই ২৪ টেস্টে ১০০ উইকেট পেয়েছেন। তবে দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি হিসেবে জ্বলজ্বল করছে আর অশ্বিনের নাম। মাত্র ১৮টি টেস্ট লেগেছিল তাঁর। এরপর রয়েছেন এরাপল্লি প্রসন্ন (২০), অনিল কুম্বলে (২১), সুভাষ গুপ্তে (২২), ভগবৎ চন্দ্রশেখর (২২), প্রজ্ঞান ওঝা (২২), বিনু মাঁকড় (২৩)।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)