নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মা (Rohit Sharma) জাতীয় টি-টোয়েন্টি (Team India) দলের দায়িত্ব নিলে তাঁর ডেপুটি কে হবেন? সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ইতিমধ্যেই কে এল রাহুলকে বেছে নিয়েছেন। অনেকে আবার ঋষভ পন্থকে (Rishabh Pant) এগিয়ে রাখছেন। তবে এই তালিকায় রয়েছেন দলের একজন জোরে বোলার।  তিনি এক ও অদ্বিতীয় জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিসিসিআই-এর (BCCI) সূত্র মারফত জানা গিয়েছে বুমরাকে সহ অধিনায়ক হিসেবে ভাবনার চিন্তা ভাবনা চলছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা এই বিষয়ে বলেন, "টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে পন্থ অনেকটা এগিয়ে আছে। রাহুলকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই দুজনের সঙ্গে দৌড়ে রয়েছেন বুমরাও।" 


আরও পড়ুন: Md Azharuddin Exclusive: কোহলির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বোর্ডের পাশে আজহার


পন্থ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করছেন। পঞ্জাব কিংসের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল। তবে বুমরার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই। সেক্ষেত্রে অনভিজ্ঞ বুমরাকে বিসিসিআই সহ অধিনায়ক হিসেবে বেছে নেবে কিনা এখন সেটাই দেখার। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)