নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2021) এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ব্য়াক-টু-ব্যাক তিন ম্যাচ হেরেছে রোহিত শর্মার (Rohit Sharma) পাঁচবারের তথা সর্বোচ্চবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে আইপিএল অভিযান শুরু করেছেন রোহিতরা। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে তাঁদের। তৃতীয় ও শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে নীল জার্সিধারীরা। হারের হ্যাটট্রিকের পরেও দল কিন্তু ভেঙে পড়েনি। ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খেলোয়াড়রা মেতে রয়েছেন হাসি-ঠাট্টায়। মুম্বই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের মজাদার সব ভিডিও শেয়ার করে থাকে। এবার নেপথ্যে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও ঈশান কিশান (Ishan Kishan)। মুম্বইয়ের বিশ্ববন্দিত বোলার কার্যত ঈশানকে ট্রোল করলেন। ঈশান তাঁর হাতের পেশির আস্ফালন করেছিলেন বুমরার সামনে। ঈশান বলেন, "মাসল ইসকো বোলতে হ্যায়, ইয়ে দেখ।" অর্থাৎ বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, "এটাকে মাসল বলে, দেখ।"  ঈশানের পেশি দেখে বুমরা বলেন, "ইসকো ফ্যাট বোলতে হ্যায় বেটা। হাত মেই ভি ফ্যাট হোতা হ্যায়।" বাংলায় ভাষান্তর করলে যার মানে, "এটাকে ফ্যাট বলে। হাতেও ফ্যাট থাকে।" ঈশানকে এই মরশুমে ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছে। ঈশান এখনও পর্যন্ত দু'টি ফিফটি প্লাস ইনিংস খেলেছেন। বুমরা শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে আইপিএলের নিয়ম ভেঙেছিলেন। আইপিএল কোড অব কন্ডাক্টের লেবেল ১ ধারার অপরাধ করায় তাঁকে সতর্ক করেছিলেন ম্যাচ রেফারি।


আরও পড়ুন: FIFA World Cup 2022: ৯০ মিনিটের বদলে Qatar World Cup কত মিনিটের? জানিয়ে দিল Fifa


আরও পড়ুনPBKS-এর দল নির্বাচন নিয়ে মাথাব্যথা! হাসি থামবে না Wasim Jaffer-এর মিম দেখলে!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)