নিজস্ব প্রতিবেদন : জসপ্রিত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে এমনিতেই প্রচুর কথা হয়। প্রাক্তনদের অনেকেই বলেন, বোলিং অ্যাকশন-এর জন্যই বুমরা আরও বেশি ভয়ঙ্কর। তাঁর ওরমক অদ্ভুত বোলিং অ্যাকশন তাঁকে বিশ্বের এক নম্বর পেসার হতে অনেকটা সাহায্য করে বলে দাবি করেন অনেকে। তবে বুমরা এসব শুনে হাসেন। কারণ, তাঁর দাবি এমন বোলিং অ্যাকশন তাঁর সহজাত। এর জন্য তাঁকে আলাদা করে কোনো কসরত করতে হয়নি। কেরিয়ারের শুরু থেকেই তাঁর বোলিং অ্যাকশন এমনই। তবে ইতিমধ্যে বুমরার বোলিং অ্যাকশন নকল করার চেষ্টা করেছেন অনেকে। অনেক কমবয়সী ক্রিকেটারদের এর আগে বুমরার বোলিং অ্যাকশন নকল করতে দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  লর্ডসের উইকেটে থাকছে চমক, বিশ্বকাপ ফাইনালে আজ ভয়ঙ্কর হয়ে উঠবেন পেসাররা!


কিছুদিন আগেই প্র্যাকটিসের সময় বিরাট কোহলিকে দেখা গিয়েছিল বুমরার বোলিং অ্যাকশন নকল করছিলেন। মজা করেই এমন করছিলেন কোহলি। পাশে দাঁড়িয়ে বিরাটের এমন কাণ্ড দেখে হাসছিলেন বুমরাহ। এবারও তাই করলেন। তাঁর বোলিং অ্যাকশন নকল করলেন এক বৃদ্ধা। বুমরা সেই ভিডিয়ো দেখলেন। তার পর সেই বৃদ্ধাকে জবাব দিলেন। বুমরার মতো দৌড় ও অ্যাকশন নকল করলেন সেই বৃদ্ধা। তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেউ বলেছেন, বুমরার বোলিং অ্যাকশন-এর এত ভাল নকল এর আগে কেউ করেননি।


আরও পড়ুন-  একটি টিকিটের দাম ১৪ লাখ! বিশ্বকাপ ফাইনালে আজ টাকার খেলা



বুমরা সেই ভিডিয়ো দেখে লিখলেন দিস মেড মাই ডে।