ব্যুরো: একজনের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সদ্য ইউরোপ সেরা হয়েছেন। পর্তুগালের জার্সিতে প্রথমবার ইউরো কাপ জয়। আবার ক্যাপ্টেনও তিনিই। তার কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব ফুটবলে সেরার শিরোপা জিতেছেন। দৌড়ে আছেন ব্যলন দি ওরের। এক কথায় যাকে বলে স্বপ্নের দৌড়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যজন জেনিফার লোপেজ। যার গানে কোমর দোলায় গোটা দুনিয়া। 


পপ তারকা জেনিফার লোপেজ আর ফুটবল স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-একই ফ্রেমে। দুজনের ঘনিষ্ঠতার সূত্রপাত রিয়াল মাদ্রিদ হলেও দুজন দুজনের কোমরে হাত রেখে উন্মাদ হলেন জেনিফারের জন্মদিনের পার্টিতে। ছুটির মেজাজে রয়েছেন রোনাল্ডো, আর তার মধ্যেই পার্টি! তাও আবার জেনিফার লোপেজের জন্মদিন। একেবারে সোনায় সোহাগা। হুল্লোড় আর মজা। অনেকে অবশ্য বলছেন, এখন জেনিফার আর রোনাল্ডো ডেট করছেন। তাই এত ঘনিষ্ঠ মুডে পাওয়া গিয়েছে তাঁদের।