নিজস্ব প্রতিবেদন : জয়ে ফিরল ব্রাজিল। তিন দিন আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে পানামার সঙ্গে ড্র করলেও চেক প্রজাতন্ত্রকে হারাল সেলেকাওরা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পেল তিতের দল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার প্রাগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু আক্রমণে আধিপত্য ছিল চেক প্রজাতন্ত্রেরই। এরই মাঝে ৩৭ মিনিটে ঘরের মাঠে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। দাভিদ পাভেলকার গোলে পিছিয়ে পরে ব্রাজিল।



দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান রবের্তো ফিরমিনো। আর ৮৩ মিনিটে পাল্টা আক্রমণে উঠে ব্রাজিলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসাস। আর ম্যাচের শেষ মিনিটে জয় নিশ্চিত করেন সেই জেসাসই। শনিবার পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ৩-১ গোলে এই জয় আত্মবিশ্বাস জোগাবে তিতের দলকে। কারণ ঘরের মাঠে জুন-জুলাইয়ে মাসে কোপা আমেরিকার আগে এটাই শেষ প্রস্তুতি ম্যাচ ছিল ব্রাজিলের।


আরও পড়ুন - IPL 2019, DCvCSK: ক্রিকেটে মাতলেন 'জলের রাজা' মাইকেল ফেল্পস