নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন কিংবদন্তি ইংল্যান্ড (England) ও টটেনহ্যাম (Tottenham) ফুটবলার জিমি গ্রিভস (Jimmy Greaves)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। তাঁর প্রয়াণে ফুটবল মহলে নেমে এসেছে শোকের ছায়া। টুইটারে গ্রিভসের সঙ্গে ছবি শেয়ার করে শোকবার্তা জ্ঞাপন করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনCSK vs MI: 'এল ক্লাসিকো' দিয়েই আইপিএলের দ্বিতীয় পর্বের শুভারম্ভ, যা যা জানা দরকার





জিমি গ্রিভস ইংল্যান্ডের হয়ে ৫৭ ম্যাচে ৪৪টি গোল করেছেন ইংল্যান্ডের হয়ে। ১৯৬৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন গ্রিভস। টটেনহ্যামের জার্সিতে ৩৭৯ ম্যাচে  ২৬৬ গোল করেছেন গ্রিভস। গ্রিভস চেলসি দিয়ে কেরিয়ার শুরু করে এসি মিলান, টটেনহ্যাম ও ওয়েস্ট হ্যামের হয়ে খেলেছেন। ১৯৬২-৬৩ মরসুমে গ্রিভস ৩৭টি গোল করেন টটেনহ্যামের হয়ে। ক্লাবের হয়ে এক মরসুমে এটিই কোনও ফুটবলারের সর্বোচ্চ গোলের নজির।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)