CSK vs MI: 'এল ক্লাসিকো' দিয়েই আইপিএলের দ্বিতীয় পর্বের শুভারম্ভ, যা যা জানা দরকার

Sep 19, 2021, 16:24 PM IST
1/7

আইপিএলের 'এল ক্লাসিকো'

IPL's 'El Clasico'

ক্যালেন্ডার বলছে আজ ১৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। আর কয়েক ঘণ্টা পরেই হেভিওয়েট মহারণে মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের 'এল ক্লাসিকো' দিয়েই পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের।

2/7

কখন আর কোথায় চেন্নাই বনাম মুম্বই ম্যাচ

When and where to watch Chennai Super Kings vs Mumbai Indians

ভারতীয় সময়ে সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাই বনাম মুম্বই ম্যাচ। টিভি-তে Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 3 ও Star Sports 3 HD তে দেখা যাবে ম্যাচ । মোবাইলে অর্থাৎ অনলাইনে স্ট্রিম করবে Disney+ Hotstar ও Jio TV। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ধোনির ইয়েলো আর্মি রয়েছে লিগ তালিকায় দুই নম্বরে। রোহিতের মুম্বই সাত ম্যাচে আট পয়েন্টের সৌজন্যে লিগ তালিকায় চার নম্বরে।

3/7

চেন্নাই বনাম মুম্বই হেড-টু-হেড

CSK vs MI head to head

আইপিএলের ইতিহাসে ফের একবার দুই সর্বকালের সেরা সফল দলের লড়াই। রোহিতের মুম্বই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাই এই খেতাব জিতেছে তিনবার। এখনও পর্যন্ত টুর্নামেন্টের ১৪ বছরের ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে ৩২ বার। মুম্বই ১৯ বার ও চেন্নাই জিতেছে ১৩ বার। 

4/7

কায়রন পোলার্ড

K Pollard

শেষ হাফ ডজন ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই জিতেছে ৫ বার। শেষ সাক্ষাতে মুম্বইয়ের কায়রন পোলার্ড ৩৪ বলে ৮৭ রানের ইনিংস খেলে মুম্বইয়ের বৈতরণী পার করেছিলেন। চেন্নাইয়ের ২১৮ তাড়া করে জিতেছিল মুম্বই।

5/7

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য প্রথম একাদশ

Chennai Super Kings probable playing XI

চেন্নাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), রবিন উথাপ্পা (Robin Uthappa), মঈন আলি (Moeen Ali), সুরেশ রায়না (Suresh Raina), আম্বাতি রায়ডু (Ambati Rayudu), এমএস ধোনি (MS Dhoni), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জোশ হ্য়াজেলউড (Josh Hazlewood), শার্দূল ঠাকুর (Shardul Thakur), লুঙ্গি নিদি (Lungi Ngidi) ও দীপক চাহার (Deepak Chahar)

6/7

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য প্রথম একাদশ

Mumbai Indians probable playing XI

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (Rohit Sharma), কুইন্টন ডি কক (Quinton de Kock), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ঈশান কিষান (Ishan Kishan), কায়রন পোলার্ড (K Pollard), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya), ন্যাথান কুল্টার-নাইল (Nathan Coulter-Nile) কিংবা জয়ন্ত যাদব (Jayant Yadav), রাহুল চাহার (Rahul Chahar), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ও ট্রেন্ট বোল্ট (Trent Boult)

7/7

ধোনি বনাম রোহিত

Dhoni vs Rohit

দুই দলে একাধিক তারকা থাকলেও ফ্যানেদের চোখ থাকে কিন্তু সেই ধোনি-রোহিতের দিকেই। রোহিত বারবার বলেছেন যে, ক্যাপ্টেনসির পাঠ তিনি ধোনির থেকেই নিয়েছেন। অন্যদিকে ধোনি আর কিছুদিন পরেই টি-২০ বিশ্বকাপে রোহিতদের মেন্টর হয়েই থাকবেন ড্রেসিংরুমে। অনেকের মতে এটাই ধোনির শেষ আইপিএল।