হেরেও নিজের দলকেই সেরা বলছেন জোয়াকিম লো!
ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে হতাশ জার্মানি কোচ জোয়াকিম লো। তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকাকে ফ্যাক্টর হিসাবে দেখছেন তিনি। হেরেও নিজের দলকেই সেরা বলছেন লো। সরাসরিভাবে না বললেও রেফারির পেনাল্টির সিদ্ধান্তকে যে তিনি ভাল চোখে দেখছেন না সেটা বুঝিয়ে দিয়েছেন জার্মান কোচ। খেদেইরা, গোমেজ, হামেলস। ইউরোর সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না জার্মানি দলের এই সেরা তারকারা। তবুও ফ্রান্সের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে জার্মানি। ভাল খেলেও সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে হতাশ জার্মানি কোচ জোয়াকিম লো। গুরুত্বপূর্ণ ফুটবলারদের সেমিফাইনালে না থাকাকে ফ্যাক্টর হিসাবে দেখছেন জার্মান কোচ। সেমিফাইনালে নিজের দলকেই সেরা বলছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ। রেফারির পেনাল্টির সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য না করলেও অসন্তোষ প্রকাশ করেছেন লো। জার্মান কোচের বক্তব্য, ম্যাচে ছেলেরা দুরন্ত খেলেছে। ফুটবলারদের লড়াইকে আমি কুর্নিশ জানাই। সেমিফাইনালে ফ্রান্সের থেকে আমরা ভাল খেলেছি।
ওয়েব ডেস্ক: ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে হতাশ জার্মানি কোচ জোয়াকিম লো। তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকাকে ফ্যাক্টর হিসাবে দেখছেন তিনি। হেরেও নিজের দলকেই সেরা বলছেন লো। সরাসরিভাবে না বললেও রেফারির পেনাল্টির সিদ্ধান্তকে যে তিনি ভাল চোখে দেখছেন না সেটা বুঝিয়ে দিয়েছেন জার্মান কোচ। খেদেইরা, গোমেজ, হামেলস। ইউরোর সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না জার্মানি দলের এই সেরা তারকারা। তবুও ফ্রান্সের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে জার্মানি। ভাল খেলেও সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে হতাশ জার্মানি কোচ জোয়াকিম লো। গুরুত্বপূর্ণ ফুটবলারদের সেমিফাইনালে না থাকাকে ফ্যাক্টর হিসাবে দেখছেন জার্মান কোচ। সেমিফাইনালে নিজের দলকেই সেরা বলছেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ। রেফারির পেনাল্টির সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য না করলেও অসন্তোষ প্রকাশ করেছেন লো। জার্মান কোচের বক্তব্য, ম্যাচে ছেলেরা দুরন্ত খেলেছে। ফুটবলারদের লড়াইকে আমি কুর্নিশ জানাই। সেমিফাইনালে ফ্রান্সের থেকে আমরা ভাল খেলেছি।
আরও পড়ুন সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন
তবে দিনটা আমাদেরছিল না। সুযোগ পেয়েও ছেলেরা গোল করতে পারেনি। তাই হারতে হয়েছে। পেনাল্টি নিয়ে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও মন্তব্য করতে চাই না। রেফারির সিদ্ধান্তকে মানতেই হবে।হারের পর হতাশায় ভেঙে পড়েছেন মুলাররা। ফুটবলারদের চাঙ্গা করাই এখন লক্ষ্য বলে জানিয়েছেন লো।