`সেঞ্চুরি করলেন` জার্মান কোচ জোয়াকিম লো
জার্মানির কোচ হিসেবে শততম ম্যাচ জিতলেন জোয়াকিম লো। কনফেডারেশন কাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্যামারুনকে তিন-এক গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল বিশ্বচ্যাম্পিয়নরা। রবিবার রাতে জার্মানদের কোচ হয়ে দেড়শোতম ম্যাচে বেঞ্চে বসেছিলেন লো। জার্মানির তরুণ ব্রিগেড দলের হেড স্যারকে শততম জয়টা উপহার দিলেন এই ম্যাচে। গত দশ বছর জার্মানির হেড কোচের ভূমিকায় রয়েছেন লো। এক দশকে লোয়ের কোচিংয়ে সব প্রতিযোগিতায় অন্তত সেমিফাইনালে উঠেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্যামারুনের বিরুদ্ধে জোড়া গোল করেন টিমো ওয়ের্নার। একটা গোল করেন ডের্মিরবেয়ের। একাধিক নতুন ফুটবলারকে কনফেড কাপে খেলিয়ে দেখে নিচ্ছেন লো। বিশ্রামে রয়েছেন তারকারা। সেমিফাইনালে জার্মানির সামনে মেক্সিকো।
ব্যুরো: জার্মানির কোচ হিসেবে শততম ম্যাচ জিতলেন জোয়াকিম লো। কনফেডারেশন কাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্যামারুনকে তিন-এক গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল বিশ্বচ্যাম্পিয়নরা। রবিবার রাতে জার্মানদের কোচ হয়ে দেড়শোতম ম্যাচে বেঞ্চে বসেছিলেন লো। জার্মানির তরুণ ব্রিগেড দলের হেড স্যারকে শততম জয়টা উপহার দিলেন এই ম্যাচে। গত দশ বছর জার্মানির হেড কোচের ভূমিকায় রয়েছেন লো। এক দশকে লোয়ের কোচিংয়ে সব প্রতিযোগিতায় অন্তত সেমিফাইনালে উঠেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্যামারুনের বিরুদ্ধে জোড়া গোল করেন টিমো ওয়ের্নার। একটা গোল করেন ডের্মিরবেয়ের। একাধিক নতুন ফুটবলারকে কনফেড কাপে খেলিয়ে দেখে নিচ্ছেন লো। বিশ্রামে রয়েছেন তারকারা। সেমিফাইনালে জার্মানির সামনে মেক্সিকো।