জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) জন্য বার্সেলোনার (Barcelona FC) দরজা সবসময় খোলা। বার্সার সভাপতি জোয়ান লাপোর্তা (Joan Laporta) এমনই মন্তব্য করেছেন। লাপোর্তার এহেন মন্তব্যের পরে মোসিকে নিয়ে জল্পনা বাড়ছে। ফুটবল পণ্ডিতদের মতে তবে কি 'এল এম টেন'-এর পরবর্তী গন্তব্য বার্সা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে (Paris Saint-Germain) মেসি। এই বার্সাতেই ছেলেবেলা থেকে বেড়ে উঠেছেন মেসি। বার্সার হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন তিনি। পিএসজি-তে চলে যাওয়ার পরে বার্সেলোনায় মেসির প্রত্যাবর্তন নিয়ে কালি খরচ হয়েছে প্রচুর।  


আরও পড়ুন: Kylian Mbappe: অপ্রতিরোধ্য এমবাপে, ডাচদের বিরুদ্ধে গোল করে ও করিয়ে অভিষেক ঘটালেন ফ্রান্স অধিনায়ক


আরও পড়ুন: Lionel Messi: স্টেডিয়ামে আবেগ-সুনামি, প্রিয় নীল-সাদা জার্সিতে চোখে জল মেসির


‘এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, "মেসি পিএসজি-র খেলোয়াড়। তবে ওর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। লিও নিজেও জানে ও আমাদের হৃদয়ে চিরকাল থাকবে। আমি প্রেসিডেন্ট হওয়ার পরে উত্তরাধিকার হিসেবে যা পেয়েছি, তা নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। বার্সার সঙ্গে মেসির সম্পর্ক ভালো করার রাস্তা খুঁজতে হবে আমাকে। লিও নিজেও জানে বার্সার দরজা ওর জন্য চিরকালই খোলা।" 


মেসির পরবর্তী পদক্ষেপ নিয়ে চর্চা চলছে। চলছে জল্পনা। নিত্যনতুন খবর প্রকাশিত হচ্ছে মেসির নতুন ঠিকানা নিয়ে। এর মধ্যেই বার্সার প্রেসিডেন্ট লাপোর্তা সাক্ষাৎকারে মেসিকে নিয়ে যে বক্তব্য তুলে করেছেন, তাতে মেসির ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা তৈরি হল।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)