Lionel Messi: স্টেডিয়ামে আবেগ-সুনামি, প্রিয় নীল-সাদা জার্সিতে চোখে জল মেসির

ম্য়াচের ৭৮ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন থিয়াগো আলমাডা। শেষ মুহূর্তে গোল লিও মেসির। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ৮০০ গোলের মাইলফলকে এবার মেসি।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 24, 2023, 12:13 PM IST
Lionel Messi: স্টেডিয়ামে আবেগ-সুনামি, প্রিয় নীল-সাদা জার্সিতে চোখে জল মেসির
ভক্তদের আবেগ দেখে কাঁদছেন লিওনেল মেসি। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেকর্ড লিওনেল মেসির (Lionel Messi) নিত্যসঙ্গী। প্রতি ম্যাচেই কোনও না কোনও রেকর্ড গড়েন আর্জেন্টিনার (Argentina) মহাতারকা। পানামার (Panama) বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে (FIFA Friendly) নেমে ফের ব্যক্তিগত রেকর্ড গড়লেন 'এল এম টেন' (LM 10)। তবে রেকর্ড নয়, মেসি নজর কাড়লেন তাঁর আবেগপ্রকাশের জন্য। মাঠে নামার আগে জাতীয় সংগীত গাওয়ার সময় কেঁদে ফেলেন মেসি। সোশ্যাল মিডিয়ার যুগে সেই মুহূর্ত ভাইরাল হতে সময় লাগেনি। 

১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারানোর পর এই প্রথমবার মাঠে নেমেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া-এমলিয়ানো মার্টিনেজরা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল ডি নুনেজ স্টেডিয়ামে নামতেই নীল-সাদা সমর্থকদের ভিড়ে ঠাসা গ্যালারি গান গাইতে শুরু করে দেয়। স্টেডিয়ামের সিংহভাগ গ্যালারি নীল-সাদা জার্সির সমর্থকরা ম্যাচ শুরু হওয়ার অনেক আগে থেকেই ভিড় বাড়িয়েছিলেন। অনবরত গেয়ে যাচ্ছিলেন স্প্যানিশ ভাষায় গান।

আরও পড়ুন: Lionel Messi Record | Argentina: ফের মেসি ম্যাজিক, ফ্রি কিকের জাদুতে নতুন রেকর্ড বিশ্বজয়ীর

আরও পড়ুন: East Bengal: লাল-হলুদে স্টিফেন কনস্টানটাইন জমানা শেষ, নতুন কোচ কে?

যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমরা আবারও লড়াই করব। আমরা ফের চ্যাম্পিয়ন হব। যেভাবে আমরা '৮৬ ও '২২-এ হয়েছিলাম। এসো, আমাদের সঙ্গে গান গাও। তুমি বন্ধু খুঁজে পাবে। এবং লিও মেসির হাত ধরে। আমরা সমস্ত মাঠে রাজত্ব করব।' লিখতে গিয়ে বারবার মনে হচ্ছিল একনাগাড়ে ঢাক, ঢোল পিটিয়ে যাওয়া ওই পাগল সমর্থকরা শুধুই কি লিওনেল মেসির জন্য এসেছেন! নাকি তাঁরা এসেছিলেন তাঁদের 'ফুটবল দেবতা' দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিশেষ বার্তা নিয়ে। সেই উৎসব, উচ্ছ্বাসে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারলেন না মেস। অঝোরে কেঁদে ফেললেন 'এল এম টেন'। 

পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচের ৮৯ মিনিটে গোল করেন মেসি। তাতে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৮০০ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ১০১৭ ম্যাচে ৮০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপ জয়ের তিন মাসেরও বেশি সময় পর খেলতে নেমে পুরো আর্জেন্টিনা দল এদিন আবেগতাড়িত হয়ে পড়েছিল। ঘরের মাঠে এই ম্যাচ খেলার সময় মেসি, লিওনেল স্কালোনিসহ আর্জেন্টাইন দর্শক সবার চোখেই ছিল জল। 

ম্য়াচের ৭৮ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন থিয়াগো আলমাডা। শেষ মুহূর্তে গোল লিও মেসির। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর ৮০০ গোলের মাইলফলকে এবার মেসি। আর্জেন্টিনার জয়, মেসির গোল, বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন। ম্য়াচের পর আর্জেন্টিনার অধিনায়ক পুর্বসূরিদের প্রশংসায় ভরিয়ে দিলেন।

যে ভাবে মেসির ৮০০ গোল 
আর্জেন্টিনা: ৯৯ 
বার্সেলোনা: ৬৭২ 
প্যারিস সাঁ জাঁ: ২৯

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.