`ভারত বিদ্বেষী` বিদেশিকে দলে নিল রাজস্থান, তোলপাড় সোশ্যাল মিডিয়া
নেটিজেনদের দাবি, এর আগেও বহুবার ভারতীয় দলের পরাজয় চেয়ে বিতর্কিত টুইট করেছেন জোফরা। এমনকী, বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও কটূক্তি করেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
নিজস্ব প্রতিবেদন: ক্যারিবিয়ান তারকা জোফরা আরচেরকে নিয়ে তোলপাড় টুইটার-জু়ড়ে। রাজস্থান রয়্যালসের ৭.২ কোটি টাকার জোফরা না কি 'ভারত বিদ্বেষী', অভিযোগ উঠেছে এমনই। এখন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের হোবার্ট হ্যারিকেনস দলের হয়ে খেলছেন এই ক্যারিবিয়ান তারকা। এর আগে ইংল্যান্ডের সাসেক্স দলেও খেলেছেন জোফরা। এবার আইপিএল-এ রাজস্থান রয়্যালসের রয়্যাল ব্লু জার্সিতে দেখা যাবে জোফরাকে।
আরও পড়ুন- ৬০ টাকার ছুতোর মিস্ত্রি থেকে লাখপতি ক্রিকেটার, এটাই আইপিএল
নিলামের পর নিজের টুইট অ্যাকাউন্টে রাজস্থানের ফ্যানদের জন্য একটি ওয়েলকাম ভিডিও পোস্ট করেন তিনি। যদিও পরে সেটা ডিলিট করে দেওয়া হয়। বিতর্ক শুরু হয় এই ভিডিও ঘিরেই। বিতর্কিত ওই ভিডিও-তে দেখা যায় হবার্ট হ্যারিকেনস-এর জার্সি ফরে রাজস্থান রয়্যালসের ফ্যানদের কাছে নিজের পরিচিতি জানাচ্ছেন জোফরা। ব্যস! রে রে করে ওঠে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ট্রোলড হন জোফরা। টুইটারে জোফরার বিরুদ্ধে ওঠে 'ভারত বিদ্বেষী' স্লোগানও।
নেটিজেনদের দাবি, এর আগেও বহুবার ভারতীয় দলের পরাজয় চেয়ে বিতর্কিত টুইট করেছেন জোফরা। এমনকী, বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও কটূক্তি করেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
আরও পড়ুন- আইপিএল-এ দলই পেল না দাপুটে পেসার ইশান
খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়