ISL 2021: ATKMB র হয়ে খেলতে কলকাতায় চলে এলেন ফিনল্যান্ডের Joni Kauko
কাউকোর সঙ্গেই এলেন সবুজ-মেরুনের চ্যাম্পিয়ন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।
নিজস্ব প্রতিবেদন: প্রতীক্ষার অবসান। এটিকে মোহনবাগানের হয়ে খেলতে ভারতে চলে এলেন ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো ( Joni Kauko)। সোমবার সকাল ৮.৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন সদ্য ইউরো কাপ খেলা ফুটবলার। কাউকোর সঙ্গেই এলেন সবুজ-মেরুনের চ্যাম্পিয়ন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।
করোনা আবহে এই প্রথম কোনোও বিদেশি খেলোয়াড় কলকাতায় পা রাখলেন। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে কাউকো জানান, এটা তাঁর নতুন অভিযান। অনেক কিছুর সঙ্গেই তাঁকে মানিয়ে নিতে হবে। তিনি খুবই উদ্দীপ্ত এখানে এসে।
আরও পড়ুন: India vs Sri Lanka: দুরন্ত জয়ে টি-২০ সিরিজের শুভারম্ভ ভারতের
ইউরো কাপ খেলে সোজা ভারতীয় ফুটবলে আসা নিয়ে কাউকো জানান, যে, তিনি এই সব নিয়ে বেশি ভাবছেন না। তাঁর কোনও অসুবিধা হবে না। সমস্ত চাপ নিয়ে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করবেন কাউকো। মোহনবাগান এবং ভারতীয় ফুটবল সম্বন্ধে তাঁর যথেষ্ট ধারণা আছে বলেই জানিয়েছে কাউকো। মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা বলেছেন, "জয় মোহনবাগান" বলে। ভাল ফলের ব্যাপারে আশাবাদী কাউকো।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)