WATCH | Buttler | Bumrah: `বুমরাই কি শ্রেষ্ঠ?` বাটলারের দু`শব্দের উত্তর ভাইরাল
`এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, বুমরা অসাধারণ বোলার। বেশ কয়েক বছর ধরেই বুমরা বিশ্বের প্রথমসারির বোলার।`
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে প্রথম ম্যাচে আগুন ঝলসেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর ওয়ানডে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করেছেন তিনি। ৭.২ ওভারে মাত্র ১৯ রানের দিয়ে ৬টি উইকেট নিলেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় পেসার হিসেবে সর্বকালের সেরা বোলিং পরিসংখ্যানের নজির। বুমরার গতির দাপটে ইংল্যান্ড মাত্র ১১০ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত ১০ উইকেটে জিতে নেয়। এহেন বোলিং পারফরম্যান্সেই বুমরা হয়ে গিয়েছেন এই মুহূর্তে পঞ্চাশ ওভারের ফরম্যাটে বিশ্বের এক নম্বর বোলার। ম্যাচের পর এক সাংবাদিক ব্রিটিশ অধিনায়ক জস বাটলারকে (Jos Buttler) জিজ্ঞাসা করেছিলেন যে, বুমরাই কি এখন শ্রেষ্ঠ? তার জবাবে বাটলার যা বলেছেন, তা ভাইরাল হয়ে গিয়েছে।
সাংবাদিক: নাসের হুসেইন কমেন্ট্রিতে বলেছেন যে, সব ফরম্যাট মিলিয়ে বুমরার চেয়ে ভাল কোনও বোলার নেই। কী বলবেন আপনি?
বাটলার: এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, বুমরা অসাধারণ বোলার। বেশ কয়েক বছর ধরেই বুমরা বিশ্বের প্রথমসারির বোলার। দেখে মনে হচ্ছে ও আরও শক্তিশালী হচ্ছে। এটাই ভারতের বিরুদ্ধে খেলার দারুণ চ্যালেঞ্জ। দুর্দান্ত সব ব্যাটার ও বোলারদের বিরুদ্ধে খেলা যায়। আন্তর্জাতিক ক্রিকেট খেলা মানেই নিজেকে সেরার সেরার বিরুদ্ধে চ্যালেঞ্জে ফেলা। বুমরা অন্যতম সেরা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফের ওর বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি।
সাংবাদিক: কিন্তু আপনি এখনও আমার প্রশ্নের উত্তর দিলেন না, বুমরা শ্রেষ্ঠ নাকি অন্যতম সেরা?
বাটলার: আপনিই সিদ্ধান্ত নিন।
আহমেদাবাদের বছর আঠাশের জোরে বোলার তিন ধাপ উঠে এসেছেন ক্রমতালিকায়। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে (Trent Boult) সরিয়ে মগডালে উঠে এলেন ভারতীয় দলের তিন ফরম্যাটের এক নম্বর পেসার। পাকিস্তানের শাহিন আফ্রিদি (Shaheen Afridi) নেমে এসেছেন তিনে। চারে অজি পেসার জোশ হ্যাজেলউড ও পাঁচে আফগানিস্তানের মুজিবউর রহমান।
আরও পড়ুন: Ravichandran Ashwin: 'ব্লাইন্ড স্পট' নিয়ে সরব অশ্বিন, নিয়ম বদলের দাবি তুললেন
আরও পড়ুন: Virat or Rohit: বিরাট-রোহিতের মধ্যে কে বেশি প্রতিভাবান? বড় কথা বলে দিলেন পাক তারকা