নিজস্ব প্রতিবেদন:  রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals, RR) ব্রিটিশ ওপেনার জস বাটলার (Jos Buttler), চলতি আইপিএলে (IPL 2022) স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। ইংল্যান্ডের ডান হাতি উইকেটকিপার-ব্যাটার ১৪ ম্যাচে ৬২৯ রান করে মাথায় তুলেছেন অরেঞ্জ ক্যাপ। দ্বিতীয় স্থানে থাকা কেএল রাহুলের (KL Rahul) থেকে ৯২ রানে পিছিয়ে তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাটলার বেশ কয়েক মাস পর তাঁর পরিবারকে কাছে পেলেন। স্ত্রী ও দুই সন্তান এলেন ভারতে। যাবতীয় কোভিড বিধি মেনে বাটলারের পরিবার  হোটেলের বায়ো বাবলে ঢুকেছে। বাটলার তাঁর দুই সন্তানকে দেখে আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। রাজস্থান দিন চারেক আগে এই ভিডিও ইউটিউবে পোস্ট করেছে। যা দেখে ফ্যানদের মন ভরে গিয়েছে।



'জস দ্য বস' আইপিএল-এর চলতি মরশুমে তিনটি শতরান করেছেন। পরপর দুই ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। সার্বিকভাবে ক্রোড়পতি লিগের ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গিয়েছেন তিনি। বিরাট কোহলির পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এর এক মরশুমে ৩টি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন বাটলার। বিরাট ২০১৬ আইপিএলে তিনটি শতরান করেছিলেন। শিখর ধাওয়ানের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ পরপর দুই ম্যাচে তিন অঙ্কের রান করলেন বাটলার।


ধাওয়ান ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে পরপর দুটি শতরান করেছিলেন। লিগের ইতিহাসে সব থেকে বেশি শতরান করা ক্রিকেটারদের তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বাটলার। আইপিএল-এ সব থেকে বেশি ছয়টি শতরান করেছেন ক্রিস গেইল। পাঁচটি শতরান করেছেন বিরাট। বাটলারের মতোই চারটি শতরান করেছেন শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। তবে ওয়ার্নার (১৫৪) ও ওয়াটসনের (১৪১) থেকে অনেক কম ইনিংসে এমন নজির গড়েছেন বাটলার (৭১)।   


আরও পড়ুন: Sara Tendulkar-Arjun Tendulkar: ভাইয়ের জন্য আবেগি পোস্ট দিদির!-WATCH


আরও পড়ুনRahul Tripathi: রাহুল ত্রিপাঠী সুযোগ পেলেন না, ক্ষোভ নেটিজেনদের, হতবাক প্রাক্তনরা!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App