Jos Buttler : মর্গ্যান জামানা অতীত, সীমিত ওভারের নতুন নেতা `জস দ্য বস`
৩১ বছরের বাটলার দেশের হয়ে এখনও পর্যন্ত ১৫১টি একদিনের ম্যাচ ও ৮৮টি টি-টয়েন্টি ম্যাচ খেলছেন। সেই ২০১৫ সাল থেকে `ক্যাপ্টেন মর্গ্যান`-এর ডেপুটি হিসেবে কাজ করেছেন বাটলার।
নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশামতোই ইংল্যান্ডের (England) সীমিত ওভারের দায়িত্ব জস বাটলারের (Jos Buttler) হাতে তুলে দেওয়া হল। অইন মর্গ্যানের (Eoin Morgan) অবসর ঘোষণার খবর সামনে আসার পর থেকেই এই মারকুটে ব্যাটার ও উইকেট কিপারের নাম শোনা যাচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার সেই খবরে সিলমোহর দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।
নতুন অধিনায়ক বেছে নেওয়ার পর ইসিবি-র তরফ থেকে জানানো হয়েছে যে, "অইন মর্গ্যানের পর জস বাটলারই আমাদের যোগ্য নেতা। তাই সীমিত ওভারের ব্যাটন ওর হাতে তুলে দেওয়া হল। ২০১৫ সাল থেকে সহ অধিনায়কে দায়িত্ব সামলাচ্ছে বাটলার। তাই ও এই মুহূর্তে যোগ্য লোক।"
নতুন দায়িত্ব পেয়ে উল্লসিত জস। তিনি বলেন, "গত সাত বছর ধরে অইন মর্গ্যান দলকে একসুত্রে বেঁধে রেখেছিল। বিশ্বকাপ জয় থেকে শুরু করে একাধিক প্রতিযোগিতা জয়, অইন ছিল প্রকৃত নেতা। ওর দেখানো পথেই আমরা এগিয়ে যাব।"
৩১ বছরের বাটলার দেশের হয়ে এখনও পর্যন্ত ১৫১টি একদিনের ম্যাচ ও ৮৮টি টি-টয়েন্টি ম্যাচ খেলছেন। সেই ২০১৫ সাল থেকে 'ক্যাপ্টেন মর্গ্যান'-এর ডেপুটি হিসেবে কাজ করেছেন বাটলার।
আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: বিরল নজির, রঞ্জিতে নেতৃত্ব না দিয়েই জাতীয় দলে নেতা হলেন জসপ্রীত বুমরা
আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: ছন্দহীন কোহলিকে নিয়ে চিন্তিত নন রাহুল দ্রাবিড়