নিজস্ব প্রতিবেদন: বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের ব্রিটিশ ক্রিকেটার। হ্যারির-মেগানের সম্পর্ক, রাহেম স্টারলিংয়ের ‘AK 47’ ট্যাটু-র মতো ক্রিকেটার জস বাটলারকে নিয়ে চর্চা শুরু হল গোটা বিশ্বে। ব্যাটের হ্যান্ডেলে ‘F**k it’ লিখে গোটা লাইমলাইট নিজের দিকে ঘুরিয়ে নিলেন ব্রিটিশ ব্যাটসম্যান জস বাটলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন এমন করলেন বাটলার?


সদ্য সমাপ্ত আইপিএলে সেওয়াগের রেকর্ড (টানা ৫ অর্ধশতরান) ছোঁয়া ব্রিটিশ ব্যাটসম্যান ব্যাটের হ্যান্ডেলে অশ্লীল শব্দ লেখা ছবি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, পাক ম্যাচেই এই ব্যাট দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজের শেষটিতে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এমনকী দলের জয়ও নিশ্চিত করেন বাটলার। তবে কেন হ্যান্ডেলে ‘F**k it’ লিখলেন, তা নিয়ে আর কোনও শব্দ খরচ করেননি তিনি।



আরও পড়ুন- ভারতীয় সময়ে রাশিয়া বিশ্বকাপের সূচি


এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে না হতেই তা ভাইরাল হয়ে যায়।  বাটলারের ব্যাটে নিয়ে তোলপাড় বিশ্ব। আড়াআড়ি ভাগ হয়ে যায় নেটবিশ্ব। উল্লেখ্য, ট্যাটু বিতর্কে কার্যত চাপে পড়েই মুখ খুলেছিলেন ফুটবল তারকা রাহেম স্টারলিং। জানিয়েছিলেন বাবাকে সম্মান জানাতেই পায়ে ‘AK 47’ উল্কি করিয়েছেন তিনি। এখন দেখার ব্যাট বিতর্কে মুখ খোলেন কিনা বাটলার।


আরও পড়ুন- ট্রুডোর দেশে ক্রিকেট খেলবেন বল বিকৃতি-কাণ্ডের দুই নায়ক স্মিথ-ওয়ার্নার