নিজস্ব প্রতিবেদন : ১২ বছর পর আইএফএ সচিবের চেয়ারে নতুন মুখ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইএফএ সচিব পদে নির্বাচিত হলেন জয়দীপ মুখোপাধ্যায়। শুক্রবার গভর্নিং বডির সামনেই নতুন সচিবকে বরণ করে নেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পদে বসেই পুরনো সচিবের রেখে যাওয়া সাড়ে পাঁচ কোটি টাকার দেনা মেটানোর আশ্বাস দেন নয়া সচিব জয়দীপ মুখোপাধ্যায়। একই সঙ্গে রেফারি অ্যাসোসিয়েশনের বকেয়া ১৪ লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি। রাজ্য ফুটবল সংস্থায় স্পনসর আনতে খেলার সংখ্যা বাড়াতে চান নতুন সচিব।


আরও পড়ুন - Intercontinental Cup 2019: ২৫ জনের দল বেছে নিলেন স্টিমাচ! দলে আনাস-জবি


ইতিমধ্যেই ফেডারেশন সভাপতির কাছেআই লিগ ক্লাবগুলির শিল্ড, রোভার্সের মতো টুর্নামেন্টে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। রাজ্য ফুটবল সংস্থার সচিবেরও শিল্ডকে অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট না করে সিনিয়র করে দেওয়ার পরিকল্পনা আছে। অগাস্টেই কলকাতায় শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ডুরান্ডে দুই প্রধান মুখোমুখি হওয়ার আগেই কলকাতা লিগের ডার্বিও আয়োজন করতে চান নয়া সচিব জয়দীপ মুখোপাধ্যায়।