ওয়েব ডেস্ক: রোস্তভকে এক-শূন্য গোলে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড। ঘরের মাঠে জুয়ান মাতার একমাত্র গোলে রেড ডেভিলস শেষ আটের টিকিট পাকা করে ফেলল। দুই পর্ব মিলিয়ে হোসে মোরিনহোর দল জিতল দুই-এক গোলে। কোয়ার্টারের রাস্তা পরিস্কার করলেও বৃহস্পতিবার রাতে ম্যান ইউর খেলা মন ভরাতে পারল না। ম্যাচের প্রথমার্ধে গোলের সহজ সুযোগ নষ্ট করেন মিকিতারিয়ান। ইব্রাহিমোভিচের শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় ম্যান ইউ। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন পল পোগবা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি জেনে নিন


সত্তর মিনিটে অবশেষে ডেডলক ভাঙতে সফল হল মোরিনহোর দল। ইব্রাহিমোভিচের ব্যাক ফ্লিক থেকে গোল করে রেড ডেভিলসের জয়ের নায়ক মাতা। শেষ কুড়ি রোস্তভের প্রবল চাপের মুখেও এক গোলের ব্যবধান ধরে রাখতে সফল হন ইব্রাহিমোভিচরা। জিতলেও রাগ কমছে না মোরিনহোর। পরপর ম্যাচের সঙ্গে দলের চোট আঘাতও বাড়ছে। ম্যাচ জিতে মোরিনহোর বলেছেন অনেক প্রতিপক্ষকে হারাতে হচ্ছে তাদের। গজগজ করতে করতে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়েন স্পেশ্যাল ওয়ান।


আরও পড়ুন  রাঁচি টেস্ট স্মরণীয় হয়ে থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের কাছে