নিজস্ব প্রতিবেদন :  ইতালির সিরি এ-তে জুভেন্তাসের জয়ের ধারা অব্যাহত। শনিবারও লিগের ম্যাচে তারা হারাল পারমাকে। লিগে তিন ম্যাচ হয়ে গেলেও এখনও জুভেন্তাসের জার্সিতে গোলের দেখা পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের দু'মিনিটের মধ্যেই জুভেন্তাসকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপার মারিও মানজুকিচ। বিরতিতে মিনিট দশেক আগে পারমার হয়ে সমতা ফেরান জারভিনহো। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে জুভেন্তাসের হয়ে জয়সূচক গোলটি করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ব্লেইস মাতুইদি। রিয়াল মাদ্রিদ ছেড়ে বিশ্বকাপের পরেই জুভেন্তাসে ফুটবল মরশুম শুরু করলেও, তিন ম্যাচ হয়ে গেলেও এখনও গোলের দেখা পেলেন না সিআর সেভেন। অবশ্য সারা ম্যাচে চেষ্টার ত্রুটি রাখেননি পর্তুগিজ সুপারস্টার।


আরও পড়ুন -  ডার্বির সকালেই কলকাতায় এলেন লাল-হলুদের নতুন স্প্যানিশ কোচ


সিরি এ তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের অপেক্ষা আরও দীর্ঘ হল। পারমাকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ম্যাচ শেষে জুভে কোচ বলেন, "সিরি এ-তে একটু সময় লাগবে রোনাল্ডোর মানিয়ে নিতে। তবে ম্যাচে ও ভালই খেলেছে। ও বিশ্বের সেরা খেলোয়াড়। সব ম্যাচে গোল করতে চায়। তবে নিজেকে শান্ত রাখতে হবে। তখন গোলের বন্যা বইবে।"