নিজস্ব প্রতিবেদন:  মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১৫ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখেছে দিল্লি। দলগত সাফল্য না এলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এক অনন্য রেকর্ড গড়েছেন দিল্লির প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা দশ ম্যাচে ন্যূনতম দুটি করে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রাবাডা। আইপিএলের ১০ ম্যাচে তাঁর শিকার ২৫টি উইকেট। হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ২টি উইকেট নেন রাবাদা। এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে তাঁর শিকার যথাক্রমে দুই-তিন-দুই উইকেট। ২০১৯ সালের আইপিএলে খেলা শেষ সাত ম্যাচের প্রত্যেকটিতে দুটি করে উইকেট নিয়েছিলেন এই পেসার। ২০১৯ সালে আইপিএলের শেষ সাত ম্যাচে রাবাডার শিকার ১৮ উইকেট।


আইপিএলের ইতিহাসে টানা দশ ম্যাচে দুটি করে উইকেট নেওয়ার পর এখন তাঁর ঝুলিতে ২৫টি উইকেট। এর আগে টানা আট ম্যাচে ন্যূনতম দুটি করে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন মুম্বই ইন্ডিয়ানসের লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন গড়লেন কাগিসো রাবাডা।


 


আরও পড়ুন - গণধর্ষণ, নারকীয় নির্যাতন, মৃত্যু! হাথরাস নির্যাতিতার করুণ পরিণতির বিচার চাইলেন সাইনা-রায়না