নিজস্ব প্রতিবেদন : ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শহরগুলোর মধ্যে কালিনিনগ্রাদ হল অন্যতম সুন্দর একটি শহর। রাশিয়ার মূল ভূখন্ডে অবস্থিত না হলেও পোল্যান্ড ও লিথুনিয়ার উপনিবেশে অবস্থিত। বিশ্বকাপের সবচেয়ে ছোট স্টেডিয়াম এটিই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৩৫ হাজার আসন সংখ্যা বিশিষ্ট এই স্টেডিয়ামটি বিশ্বকাপের পরে ২৫ হাজারে নামিয়ে আনা হবে। বিশ্বকাপের পরে এফসি বালটিকা কালিনিনগ্রাদের নতুন হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।


# কালিনিনগ্রাদ স্টেডিয়াম , কালিনিনগ্রাদ


* আসন সংখ্যা : ৩৫,২১২


 কোন কোন ম্যাচ রয়েছে কালিনিনগ্রাদ স্টেডিয়ামে

 


@ গ্রুপ পর্ব :


►ক্রোয়েশিয়া বনাম নাইজেরিয়া (গ্রুপ-ডি)
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড (গ্রুপ-ই)
►স্পেন বনাম মরক্কো (গ্রুপ-বি)
ইংল্যান্ড বনাম বেলজিয়াম (গ্রুপ-জি)

@ নক আউট পর্ব :


►সূচিতে নক আউট পর্বের কোনও ম্যাচ নেই এই স্টেডিয়ামে


 


আরও পড়ুন - বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : মর্দোভিয়া অ্যারেনা