নিজস্ব প্রতিবেদন: ইসলাম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাস (Ramadan 2021)। গোটা বিশ্বের মুসলিমরা এই এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা রাখেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) টিমে রয়েছেন একাধিক মুসলিম ক্রিকেটার৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan), মুজিবুর রহমান (Mujeeb ur Rahaman) ও ভারতের খলিল আহমেদ (Khaleel Ahmed)৷ রমজান উপলক্ষ্যে সকলেই রোজা পালন করছেন৷ সতীর্থদের জন্য এবার উপবাস করছেন কেন উইলিয়ামসন (Kane Williamson) ও ডেভিড ওয়ার্নাররাও (David Warner)৷ 


আরও পড়ুন:  IPL 2021: সুস্থ আছেন Muralitharan, সোমবারই ছাড়া হাসপাতাল থেকে


এমন এক বেনজির ঘটনায় মোহিত রশিদ৷ তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার-উইলিয়ামসনের সঙ্গে, সেখানে আফগান স্টার লিখেছেন, "দুই কিংবদন্তি আজ আমাদের সঙ্গে উপবাস রেখেছে৷" রশিদ ওয়ার্নার-উইলিয়ামসনেকে উপবাস রাখার অভিজ্ঞতা ভাগ করে নিতে বলেন৷ ওয়ার্নার সেখানে বলেন, "ভাল অভিজ্ঞতা৷ কিন্তু আমি খুবই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত৷ আমার গলা শুকিয়ে এসেছে৷"




অরেঞ্জ আর্মি এখনও পর্যন্ত আইপিএলে নিজেদের খাতা খুলতে পারেনি৷ টানা তিন ম্যাচ হেরে লিগ তালিকায় সবার শেষে হায়দরাবাদ৷ তবে ওয়ার্নার-উইলিয়ামসনের এই ঘটনা ক্রিকেটের বাইরে গিয়েও সকলের মন জয় করে নিয়েছে৷