নিজস্ব প্রতিবেদন: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) ব্যাটসম্যানদের তালিকায় ফের শীর্ষে কেন উইলিয়ামসন (Kane Williamson)। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে (Steve Smith) সিংহাসনচ্যুত করে ফের মগডালে গিয়ে বসলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্যসমাপ্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship Final) কেন দুই ইনিংয়ে ৪৯ ও ৫২ রানের ইনিংস খেলেই স্মিথকে সরিয়ে দেন এক নম্বর জায়গা থেকে। স্মিথের (৮৯১ রেটিং পয়েন্ট) সঙ্গে এখন কেনের (৯০১) ১০ পয়েন্টের ফারাক। 


আরও পড়ুন: Aamir এর সিনেমার গানে Shoaib পুত্রের নাচ! বলি মহাতারকার প্রশংসায় স্পিডস্টার



তিন, চার এবং পাঁচ নম্বর জায়গাটি অপরিবর্তিত থাকল। যথাক্রমে মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) (৮৭৮ পয়েন্ট), ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) (৮১২ পয়েন্ট) ও ব্রিটিশ ক্যাপ্টেন জো রুট (Joe Root) (৭৯৭ পয়েন্ট) রয়েছেন। ভারতের ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) উঠে এলেন ৬ নম্বরে। তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত এটাই সেরা টেস্ট ব়্যাঙ্কিং। ঋষভ পন্থ (Risabh Pant) নেমে এসেছেন সাত নম্বরে। ভারতীয়দের মধ্যে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) উঠে এসেছেন ১৩ নম্বরে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)