নিজস্ব প্রতিবেদন : ১৯৯২ সালে লাল-হলুদ জার্সিতে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলেছিলেন তিনি। ২৭ বছর পর তিনি আবার ফিরে এলেন ইস্টবেঙ্গলে। এবার আর কোনও ম্যাচ খেলতে নয়। বিশ্বকাপ ভারতীয় অধিনায়ক এবার ইস্টবেঙ্গলে এলেন ক্লাবের একশো বছরের উদযাপনে অংশ নিতে। আর একইসঙ্গে ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মানে সম্মানিত হলেন তিনি। কপিল দেব তাই আবেগে ভাসলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ডোপিং-এর জন্য পৃথ্বী শ'কে শাস্তি দিয়ে বিপাকে বিসিসিআই



ক্রিকেটার না হলে তাঁর কী হওয়ার সম্ভাবনা ছিল? কপিল দেব বললেন, ''হয়তো কবাডি খেলতাম।'' ফুটবলে তিনি ব্রাজিলের ভক্ত। তবে ফুটবলার হিসাবে তিনি আপাদমস্তক মারাদোনার ফ্যান। কপিল দেব আরও বললেন, ফুটবল এতগুলো দেশ খেলে। সারা বিশ্বে ফুটবলের এত প্রচার। ক্রিকেটের সঙ্গে তুলনা করব না। কোনও খেলার সঙ্গে অন্য কোনও খেলার তুলনা চলে না। তবে আমি ফুটবলেরও ভক্ত। 


এসবের মাঝে ভারতীয় দলের কোচ নির্বাচনের প্রসঙ্গ তাঁর পিছু নিল। কপিল দেব বলে গেলেন, ''কোচ বাছাইয়ের কাজ কঠিন নয়। ওটা আমার দায়িত্ব। রবি শাস্ত্রী নিয়ে বিরাট যা বলেছে সেটা ও বলতেই পারে। ক্যাপ্টেন হিসাবে ওর বলার অধিকার রয়েছে। আমি বিরাটের বক্তব্য সমর্থন করি।''