নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকা (South Africa) উড়ে যাওয়ার আগে প্রথামাফিক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে করেছিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)। মিডিয়ার সামনে বিস্ফোরণ ঘটান সদ্য ওয়ানডে ক্যাপ্টেনসি খোয়ানো বিরাট। কার্যত বিরাটের নিশানায় ছিলেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বোর্ড সভাপতির দিকে পরোক্ষ ভাবে আঙুল তুলে কোহলি দাবি করেন যে, তাঁকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে কেউ বারণ করেননি। পাশাপাশি কোহলি এও বলেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার মাত্র ৯০ মিনিট আগে তিনি জানতে পারেন যে, টি-২০ ফরম্যাটের পর ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক হিসাবে তাঁর পথচলা শেষ হচ্ছে। বিসিসিআই সেভাবে বিরাটের সঙ্গে যোগাযোগ করেনি বলেও অভিযোগ করেন ভারতের টেস্ট অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India tour of South Africa: ম্যান্ডেলার দেশে উড়ে গেলে বিরাট কোহলি অ্যান্ড কোং


কোহলির একের পর এক বিস্ফোরণ একেবারেই ভাল চোখে দেখছেন না কপিল দেব (Kapil Dev)। ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক সাফ জানিয়ে দিলেন কোহলির কারোর দিকে নিশানা করাই উচিত নয়। এক বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে কপিল বলেন, "এই মুহূর্তে দাঁড়িয়ে কোহলির কারোর দিকে আঙুল তোলা উচিত নয়। দক্ষিণ আফ্রিকা সফর আসছে, ও সে দিকেই মনোযোগ দিক। আমি বল বোর্ডের সভাপতি কিন্তু বোর্ডের সভাপতিই হন, যদিও ভারতীয় ক্রিকেটে অধিনায়ক একটা বড় ব্যাপার। প্রকাশ্যে একে-অপরের বিষয়ে খারাপ কথা বলা একেবারেই ভাল কথা নয়। সেটা সৌরভ হোক বা কোহলি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দেশের ব্যাপারে ভাবা উচিত। যা ভুল তা প্রকাশ্য়ে আসবেই। কিন্তু সফরের আগে বিতর্ক ঠিক নয়।" সৌরভ বনাম কোহলি দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)