নিজস্ব প্রতিনিধি: এক-আধ বছর নয়, টানা ৬ বছর পর ফ্রান্সের জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। শেষ কয়েক ঘণ্টায় একাধিক ফরাসি মিডিয়ায় প্রকাশিত খবর এমনটাই। মনে করা হচ্ছে বিশ্বকাপ জয়ী দলের কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps) আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য আর কয়েক ঘণ্টার মধ্যেই ২৬ সদস্যের দল বেছে নিতে চলেছেন, সেই দলে থাকতে পারেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) মহাতারকা বেঞ্জেমা। 




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ট্রেলারে তুলে সব লাক্সারি গাড়ি পাঠিয়ে দিচ্ছেন অন্য দেশে! কোথায় চললেন CR7?


স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে শেষ কয়েক বছর ধরেই দুর্দান্ত ফর্মে আছেন বেঞ্জেমা। স্ট্রাইকারের পায়ে গোল লেগেই রয়েছে। ২০১৫ সালের নভেম্বরে শেষবার ফ্রান্স দলে দেখা গেছে বেঞ্জেমাকে। এরপরই ম্যাথিউ ভালবুয়েনার (Mathieu Valbuena) একটি যৌন ভিডিয়ো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বেঞ্জেমা। তাঁর বিরুদ্ধে ব্লেকমেইল করার অভিযোগও আনেন ভালবুয়েনা। এরপর থেকেই দিদিয়ের দেশঁ আর কখনই তাঁর দলে বেঞ্জেমাকে জায়গা করে দেননি। এমনকী বেঞ্জেমাও দেশের হয়ে খেলার আশা প্রায় ছেড়েই দেন। অবশেষে বেঞ্জেমার সোনালী দিন আসতে চলেছে।