বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার
সবে জীবনের তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন। আর তৃতীয় টেস্টেই করলেন প্রথম সেঞ্চুরি। কিন্তু সেখানেই থামলেন না। করে ফেললেন দেড়শো রান। তাতেও খিদে মিটল কোথায় করুন নায়ারের! তাই এরপর আর লোকেশ রাহুলের মতো ভুল না করে ডাবল সেঞ্চুরিটাও করে ফেললেন ভারতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটার। এবং, তাতেও করুন নায়ারের রানের খিদে একফোঁটা কমেছে বলে মনে হল না। কারণ, তিনি এরপর করলেন আড়াইশো রান। এবং সেখানেও থেমে না থেকে করুন নায়ার হলেন এ দেশের দ্বিতীয় ক্রিকেটার, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন!
ওয়েব ডেস্ক: সবে জীবনের তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন। আর তৃতীয় টেস্টেই করলেন প্রথম সেঞ্চুরি। কিন্তু সেখানেই থামলেন না। করে ফেললেন দেড়শো রান। তাতেও খিদে মিটল কোথায় করুন নায়ারের! তাই এরপর আর লোকেশ রাহুলের মতো ভুল না করে ডাবল সেঞ্চুরিটাও করে ফেললেন ভারতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটার। এবং, তাতেও করুন নায়ারের রানের খিদে একফোঁটা কমেছে বলে মনে হল না। কারণ, তিনি এরপর করলেন আড়াইশো রান। এবং সেখানেও থেমে না থেকে করুন নায়ার হলেন এ দেশের দ্বিতীয় ক্রিকেটার, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন!
একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে বীরেন্দ্র সেহবাগের। তিনি আবার একবার নয়, দু'-দু'বার ট্রিপল সেঞ্চুরি করেছেন। একবার করেছেন ৩০৯ রান। আরেকবার ৩১৯ রান। এদিন কর্নাটকের করুন দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন। অপরাজিত ৩০৩ রানের ইনিংস খেললেন করুন। ভারত প্রথম ইনিংসে ডিক্লেয়ার করল ৭ উইকেটে ৭৫৯ রান করে। করুন ৩০৩ করতে নিলেন ৩৮১ বল। মারলেন ৩২টা ৪। চারটে ছক্কা। তাঁকে সঙ্গত দেওয়া অশ্বিন করলেন ৬৭।জাদেজা করলেন ৫১ রান।
আরও পড়ুন ১৫ বছর পর হকিতে ফের বিশ্বসেরা ভারত