নিজস্ব প্রতিবেদন: লাজং থেকে চেন্নাই সিটি। নেরোকা থেকে অ্যারোজ। আই লিগে গোল করেই চলেছেন কাতসুমি ইউসা। মঙ্গলবার অ্যারোজের বিরুদ্ধে চলতি আই লিগের পঞ্চম গোলটা করার সঙ্গে সঙ্গে আপাতত সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন জাপানিজ বোমা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মাঝিহীন নৌকা! মোহনবাগান কোচের পদ থেকে ইস্তফা সঞ্জয় সেনের



মোহনবাগান তাকে রাখেননি। এখন আর সোনি নর্ডির ছায়াও নেই তার সঙ্গে। ইস্টবেঙ্গলে নিজেকে যেন চেনাচ্ছেন এই উইঙ্গার। বাগানে লেফট উইংয়ে খেলতে পারেননি। লালহলুদে এসেই খালিদকে কাতসুমি বলেছিলেন তিনি বাঁ দিকের উইংয়ে খেলতে চান। শুরুর কয়েকটা ম্যাচে মাঝমাঠে কাতসুমিকে ব্যবহার করে ডুবেছেন খালিদ। দ্রুত ভুল শুধরে নিয়েছেন মুম্বইকর। উইংয়ে খেলে কাতসুমিও লালহলুদে ডানা মেলছেন। গোল করছেন, করাচ্ছেনও। জাপানি ফুটবলারকে আটকাতে গিয়ে ফাউল করছেন প্রতিপক্ষ দলের ফুটবলাররা। ইস্টবেঙ্গলে এই বিধ্বংসী ফর্মে থাকা কাতসুমিকে দেখে হাত কামড়াতেই পারে মোহনবাগান। কোন ফুটবলারকে ছাড়লেন তাঁরা! 



খেলার সব খবর জানতে দেখুন স্পোর্টস ২৪