নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে লকডাউনের বাজারে সোশ্যাল মিডিয়াতে মেতে উঠেছেন সেলেবরা। খেলা বন্ধ তাই বেশিরভাগ ক্রীড়াবিদরাই নিজেদের মতো ফিটনেস ট্রেনিং করে শরীর চাঙ্গা রাখছেন। ব্যতিক্রম নন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। অবসর নিলেও ক্রিকেটই যে তাঁর সঙ্গী সেটা জানাতে ভোলেননি যুবি। ইতিমধ্যেই ব্যাট-বলের জাগলিংয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন ২০১১ বিশ্বকাপের নায়ক।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার কঠিন সময়ে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যুবরাজ সিং। টুইট করে যুবি লিখেছেন, "কঠিন সময়ে আমি ঘরে থাকার শপথ নিয়েছি। যাতে কোভিড-19 ছড়িয়ে না পড়ে। যতদিন প্রয়োজন ততদিন ঘরেই থাকুন সকলে, আর কিপ ইট আপ চ্যালেঞ্জে অংশ নিন। আমি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, হিটম্যান রোহিত শর্মা এবং টারবানেটর হরভজন সিংকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম। "



যুবির এই চ্যালেঞ্জ এক্সেপ্ট করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সেই সঙ্গে  যুবিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মাস্টারও। কালো কাপড়ে চোখ ঢেকে ব্যাট বলের জাগলিং করে যুবিকে চ্যালেঞ্জ সচিনের।


 




তাই তো পাল্টা টুইট করে যুবরাজ মজার ছলে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।



আরও পড়ুন- ধোনি খেললে তার খেলার সুযোগ নেই, মেনে নিয়েছিলেন ঋদ্ধি