জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক পাঁচ দিন। তারপরেই শুরু সপ্তদশ আইপিএল (IPL 2024)। একে একে দেশ-বিদেশের ক্রিকেটাররা জড়ো হচ্ছেন তাঁদের ফ্র্যাঞ্চাইজিতে। লখনউতে চলে এলেনে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj)। তাঁর নেতৃত্বেই এলএসজি-র (LSG) সিস্টার ফ্র্য়াঞ্চাইজি ডারবান সুপার জায়ান্টস (Durban Super Giants) দক্ষিণ আফ্রিকা টোয়েন্টি লিগ খেলেছে (SA20 League)। মহারাজের সঙ্গে একটিই ভজন এখন জুড়ে গিয়েছে। তা হল 'রাম সিয়া রাম'। যখনই কেশব তাঁর দেশে ব্য়াট করতে নামেন, তখনই স্টেডিয়ামের ডিজে 'রাম সিয়া রাম' ভজন বাজান। এলএসজি-র ফ্র্য়াঞ্চাইজিও কেশবের রিলসে জুড়ে দিলেন 'রাম সিয়া রাম'। আইপিএলের প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি এবার সোশ্য়াল মিডিয়া মাতানোর একটাই রাস্তা ধরেছে। ক্রিকেটারদের আইপিএলে স্বাগত জানাতে তারা নানারকম রিলস বানাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Toota Hai Gabba Ka Ghamand | IPL 2024: ভিডিয়ো বানিয়েই চাকরি গেল ক্রিয়টরের, রাহুলদের কোচের নিদান, কী হচ্ছে লখনউতে?



কেশব একজন রামভক্ত। তাঁর পুরো নাম কেশব আত্মানন্দ মহারাজ। দক্ষিণ আফ্রিকার দুরন্ত বাঁ-হাতি স্পিনার একজন ধর্মপ্রাণ হিন্দু ও রামভক্ত। ডারবানে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের প্রাক্কালে নিজের সমাজমাধ্য়মের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। ভিডিয়োতে কেশব বলেছিলেন, 'সবাইকে নমস্কার। আমি দক্ষিণ আফ্রিকায় আমার ভারতীয় সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে চাই, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের জন্য। সবার জন্য শান্তি, সম্প্রীতি নিয়ে আসুক। আধ্যাত্মিক আলোয় আলোকিত হোক চারদিক। জয় শ্রীরাম।' মহারাজ মাঠে নামলেই যে, 'রাম সিয়া রাম' ভজন বাজে, সেই প্রসঙ্গে মহারাজ সম্প্রতি জানিয়েছেন যে, তিনি অনুরোধ করেন, এই গান বাজানোর জন্য়। মহারাজের বক্তব্য়, 'ঈশ্বর আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। আমাকে পথ দেখিয়ে সুযোগ করে দিয়েছেন। সুতরাং মাঠে নেমে ওই জোনে ঢোকার জন্য় এটুকু আমি করতেই পারি। ব্যাকগ্রাউন্ডে 'রাম সিয়া রাম' শুনতে শুনতে হাঁটার অনুভূতি চমৎকার।' দেখা যাক কেশব মাঠে কী ফুল ফোটাতে পারেন লখনউয়ের জার্সিতে!


আরও পড়ুন: MS Dhoni: 'আজীবন ধোনির কাছে ঋণী', বক্তা কিংবদন্তি ভারতীয়, আঙুলের জাদুতে বদলান খেলার রং


 
 



 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)