নিজস্ব প্রতিবেদন :  আফগানিস্তান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রতিনিয়ত গোলাগুলি, বারুদের গন্ধ, ভারী বুটের আওয়াজ, তাক করা বন্দুকের নল। যেন আতঙ্কের আর এক নাম আফগানিস্তান। এই আতঙ্কের পরিবেশেই এক মুঠো মুক্ত বাতাস এনে দিয়েছে ক্রিকেট। সোমবার বাংলাদেশকে হারিয়ে চট্টগ্রামে ইতিহাস গড়েছে রশিদ, নবিরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট জয়ের পর নবি-রশিদদের দেশের খুদে ভক্তরা টিভির সামনে আনন্দে নেচে ওঠে। টিভির সামনেই টেস্ট জয়ের উচ্ছ্বাসের সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন সিইও শাফিক স্ট্যানিকজাইও সেই ভিডিয়ো শেয়ার করে টুইট করেছেন। ক্রিকেট আফগানদের কাছে কী! একটা টেস্ট জয়ে সেই ছবিটাই উঠে এসেছে। 


আরও পড়ুন - অবসর নেওয়া নবিকেই ম্যাচ সেরার পুরস্কার উত্সর্গ করলেন রশিদ খান


২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম অ্যাওয়ে টেস্টেই জয় ছিনিয়ে নিল আফগানরা। ২২৪ রানে বাংলাদেশকে হারায় আফগানিস্তান।ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে দুধের শিশুদের কাছে হার মানে সাকিব-সৌম্যরা। তৃতীয় টেস্টেই দ্বিতীয় জয় ছিনিয়ে নেয় আফগানরা।